1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানের পরিস্থিতি

২৬ ফেব্রুয়ারি ২০১২

আফগানদের শান্ত হতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ এদিকে নিহত দুই মার্কিন সেনা কর্মকর্তার হত্যাকারীর খোঁজে তদন্ত চালাচ্ছে আফগান কর্তৃপক্ষ৷ এর আগে ন্যাটো আফগান মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের সরিয়ে নেয়৷

Diese Bilder sind von Amiri, freier Mitarbeiter der Afghanistan-Redaktion, gemacht worden. Die Fotos zeigen den afghanischen Präsidenten Hamid Karzai bei einer Pressekonferenz in Kabul. Foto: Amiri, DW, 26.2.2012
প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: DW

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে কোরান শরিফ পোড়ানোর ঘটনার পর চলমান বিক্ষোভে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে৷ এখন পর্যন্ত মার্কিন সেনাসহ কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে এই সহিংস বিক্ষোভে৷ আহত হয়েছে দুই শতাধিক৷ ন্যাটো বাহিনীর কমান্ডারের দুঃখ প্রকাশ এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমা প্রার্থনাও শান্ত করতে পারছে না ধর্মপ্রাণ সাধারণ আফগানদের৷ তারা দেশটিতে বিদেশি বাহিনীর উপস্থিতি এবং তাদের হাতে ইসলাম ধর্মের অবমাননার প্রতিবাদ অব্যাহত রেখেছে৷

রোববার কুন্দুজ প্রদেশে এমনই এক বিক্ষোভ চলাকালে সাতজন মার্কিন সেনা আহত হয়েছে৷ মার্কিন ঘাঁটির বাইরে বিক্ষোভ চলাকালে ঘাঁটির ভেতরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়৷ এই পরিস্থিতিতে রোববার টেলিভিশনে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ তিনি সাধারণ আফগানদের শান্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন৷ কারজাই আফগানদের অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে যাতে করে শত্রুরা এর সুযোগ না নিতে পারে৷

মার্কিন ঘাঁটিতে কোরান শরিফ পোড়ানোর ঘটনার পর চলমান বিক্ষোভছবি: Reuters

উল্লেখ্য, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই মার্কিন সেনা কর্মকর্তা নিহত হওয়ার পরদিন এই আহ্বান জানালেন প্রেসিডেন্ট কারজাই৷ এই হামলার পেছনে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে তালেবান গোষ্ঠী৷ তারা জানিয়েছে, পবিত্র গ্রন্থের অবমাননার জবাব দিতে তারা এই ঘটনা ঘটিয়েছে৷ এর আগে তালেবান গোষ্ঠী এক বার্তায় সাধারণ জনগণকে বিদেশি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়৷ রোববারের ভাষণে আফগান প্রেসিডেন্ট অবশ্য কোরান পোড়ানোর তীব্র নিন্দা করেছেন৷ একই সঙ্গে তিনি বলেছেন, এই ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়া উচিত৷

এদিকে শনিবার দুই মার্কিন সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে ন্যাটো৷ নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি৷ তবে বার্তা সংস্থাগুলো ইঙ্গিত দিচ্ছে যে নিহত দুইজন কর্নেল এবং মেজর পদবির কর্মকর্তা৷ তাদের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য এখন তদন্ত চলছে৷ বার্তা সংস্থা রয়টার্স আফগান কর্তৃপক্ষের সূত্রে জানিয়েছে, আফগান পুলিশের গোয়েন্দা কর্মকর্তা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে৷ তারা আবদুল সাবুর নামে এক গোয়েন্দা কর্মকর্তাকে সন্দেহ করছে৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ