1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুসে তালেবান হামলা

৩ অক্টোবর ২০১৬

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুস এলাকায় সোমবার বড় ধরনের আকস্মিক হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা৷ চারদিক থেকে হামলা চালাচ্ছে তারা৷ এ পর্যন্ত এক পুলিশ প্রধানসহ হামলায় অন্তত সাতজন নিহতের খবর পাওয়া গেছে৷

কুন্দুস
ছবি: Getty Images/AFP/B.-K. Safi

কুন্দুস এবং হেলমান্দের কর্তৃপক্ষ বলছেন, খুব পরিকল্পনা মাফিক এ হামলা চালানো হয়েছে৷ হামলায় অংশ নিয়েছে বেশ কয়েকজন বন্দুকধারী৷ এমন সময় এই হামলা চালানো হলো, যখন প্রেসিডেন্ট আশরাফ গনি ব্রাসেলসে আন্তর্জাতিক দাতা সম্মেলনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন৷ ঐ সম্মেলনে বছরে তিনশ' কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যের আবেদন করবেন তিনি৷ তালেবানরা কুন্দুজের দখল নেওয়ার এক বছর পর আবার এই হামলার ঘটনা ঘটল৷

পুলিশ প্রধানের নিহতের খবরটি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী  জানিয়েছেন আরও চার পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন৷ দু'পক্ষের মধ্যে সংঘর্ষ এখনো চলছে৷ সোমবারের হামলায় তালেবানরা বেসামরিক এলাকাগুলো ব্যবহার করে হামলা চালাচ্ছে৷ তাই নিরাপত্তাকর্মীদের খুব সাবধানে হামলা পরিচালনা করতে হচ্ছে৷ তারা চেষ্টা করছেন যতটা সম্ভব বেসামরিক মানুষদের ক্ষতি না করতে৷

এই ঘটনার পর কুন্দুসের সব সরকারি প্রতিষ্ঠান, স্কুল, অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে৷ এমনকি দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে৷ তাই শহরের অবস্থা পুরোপুরি থমথমে৷ দক্ষিণ বাঘলান এবং পূর্বে তাকহার প্রদেশের সঙ্গে মহাসড়কের যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে৷ অন্যদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শহরের তল্লাশি চৌকিগুলোর দখল নেয়ার দাবি করেছে৷ স্থানীয় এক দোকানি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভয়াবহ গোলাগুলির কারণে সে দোকান থেকে বাসায় যেতে পারছে না৷ 

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কুন্দুসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভোরের দিকে এ হামলা হয়৷ কুন্দুসের আকাশে আফগান সেনাবাহিনীর দু'টি হেলিকপ্টার চক্কর দিচ্ছে৷

২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর তালেবান জঙ্গিরা প্রাদেশিক রাজধানী কুন্দুসের দখল নেয়৷ জাতিসংঘ বলছে, অতীতে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে কুন্দুসে ২৮৯ জন নিহত ও শতাধিক আহত হয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ