1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানের জন্য ভারত-পাকিস্তান যুদ্ধ!

শামিল শামস/এপিবি২১ নভেম্বর ২০১৪

ন্যাটো বাহিনী সেনারা আফগানিস্তান ছাড়ার পর, আফগানিস্তানকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন, এমনকি টানাহ্যাঁচড়াও হতে পারে৷ সেক্ষেত্রে বা ‘অস্ত্র' হিসেবে ব্যবহার হতে পারে তালেবান,

Afghanistan - Land und Leute
ছবি: picture-alliance/dpa

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান পারভেজ মুশাররফ সম্প্রতি সংবাদ সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘পাকিস্তানের জন্য বিপদের কথা হলো, আফগানিস্তানের ওপর ভারতের প্রভাব রয়েছে৷ তাই তারা আফগানদের মধ্যে পাকিস্তানবিরোধী ভাবমূর্তি গড়ে তুলবে৷''

অন্যদিকে এ মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘যেসব জঙ্গি দেশের জন্য হুমকি নয়, তাদের টার্গেট করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো মানে নেই৷ যুক্তরাষ্ট্রের জন্য যারা শত্রু, তাদের আমাদের শত্রু বানাতে হবে কেন?'' উল্লেখ্য, এ কথা বলার সময় হাক্কানি নেটওয়ার্কের উদাহরণ তুলে ধরেন তিনি৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘‘পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে কোনো নতুন মোড় আসেনি৷ পাকিস্তানের রাজনীতিতে তালেবান অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে৷ আফগানিস্তান থেকে যৌথ-বাহিনী চলে যাওয়ার পর সেখানকার অবস্থা একই রকম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

লন্ডনভিত্তিত সাংবাদিক ও গবেষক ফারুক সুলেহরিয়া ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘বর্তমানে দিল্লির সাথে কাবুলের খুব ভালো সম্পর্ক৷ অন্যদিকে ইসলামাবাদ আফগান তালেবানদের সহায়তা করছে, সরতাজ আজিজ যা প্রকাশ্যেই বলেছেন৷ তাই পাকিস্তান যে আফগানিস্তানকে তাদের রাজনৈতিক ক্রীড়াক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইবে তার আর বলার অপেক্ষা রাখে না৷''

হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ সিগফ্রিড ও ভল্ফ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘বিভিন্ন তথ্য থেকে আমি এটা বুঝতে পেরেছি যে, আফগানিস্তান থেকে ভারতের আধিপত্য কেড়ে নিতে তালেবানকে একটা ‘টুল' বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান৷''

এ বছরের প্রথমদিকে আফগানিস্তানে ত্রাণ সহায়তা হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্যের ঘোষণা দেয় ভারত৷ ভারত এর আগে এত বিপুল পরিমাণ অর্থ সাহায্য কোনো দেশকে দেয়নি৷ তবে কাবুল ও ওয়াশিংটনের মধ্যে যে দ্বিপাক্ষীয় নিরাপত্তা চুক্তি (বিএসএ) হয়েছে, তাতে পাকিস্তান বা ভারতের আফগানিস্তানকে অস্থিতিশীল করা কঠিন হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ