আফগানিস্তানের জয় ছিনিয়ে নিলেন মিরাজ-আফিফ
২৩ ফেব্রুয়ারি ২০২২চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ৷ আফগানিস্তানের ২১৫ পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে৷
আফিফ আর মিরাজের ব্যাটে দুর্দান্ত জয়
নতুন বলে কাঁপিয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকি৷ চার উইকেট নিয়ে চালকের আসনে বসিয়েছিলেন আফগানিস্তানকে৷ সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বাজে দুই আউটে বাংলাদেশের বিপদ বেড়েছিল আরো৷ মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারানোয় মনে হচ্ছিল জয় অনেক দূরের ঠিকানা৷
ক্যারিয়ার সেরা ইনিংস খেলা দুই ব্যাটসম্যান গড়েছেন রেকর্ড জুটি৷ বাংলাদেশ পেয়েছে দুর্দান্ত এক জয়৷
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এটি বাংলাদেশের নবম জয়৷ আফগানদের প্রথম হার৷
চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া আফিফ অপরাজিত থাকেন ৯৩ রানে৷ তার ১১৫ বলের অসাধারণ ইনিংস গড়া ১১ চার ও এক ছক্কায়৷ বল হাতে আলো ছড়ানো মিরাজ ৯ চারে ১২০ বলে করেন ৮১ রান৷
ফারুকি শেষ পর্যন্ত ৫৪ রানে নেন ৪ উইকেট। পুরান বলে আর ততটা কার্যকর ছিলেন না তিনি৷ সে সময় তাকে অনায়াসে খেলেছেন আফিফ ও মিরাজ৷
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৫ (গুরবাজ ৭, ইব্রাহিম ১৯, রহমত ৩৪, শাহিদি ২৮, নাজিবউল্লাহ , নবি ১৭, রশিদ ০, মুজিব ০, ইয়ামিন ৫, ফারুকি ০; মুস্তাফিজ ৯.১-০-৩৫-৩, তাসকিন ১০-০-৫৫-২, সাকিব ৯-১-৫০-২, শরিফুল ১০-১-৩৮-২, মিরাজ ১০-৩-২৮-০, মাহমুদউল্লাহ ১-০-৪-১)
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২১৯/৪ (তামিম ৮, লিটন ১, সাকিব ১০, মুশফিক ৩, ইয়াসির ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ৯৩*, মিরাজ ৮১*; ফারুকি ১০-১-৫৪-৪, মুজিব ১০-০-৩২-১, ইয়ামিন ৫-০-৩৫-০, রশিদ ১০-১-৩০-১, নবি ১০-১-৩২-০, গুলবাদিন ৩.৫-০-২৫-০)
প্লেয়ার অব দ্য ম্যাচ : মেহেদী হাসান মিরাজ
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)