1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফগানিস্তান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প

১৫ অক্টোবর ২০২৩

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যুর একসপ্তাহ পর সেখানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে৷ সর্বশেষ কম্পনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রোববার সকালে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ সংশ্লিষ্ট অঞ্চলটিতে গত সপ্তাহান্তে ভূমিকম্পে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷
আফগানিস্তানের হেরাতে ৬.৩ মাত্রার ভূমিকম্প ছবি: AFP/Getty Images

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রোববার সকালে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ সংশ্লিষ্ট অঞ্চলটিতে গত সপ্তাহান্তে ভূমিকম্পে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷

স্থানীয় সময় সকাল আটটায় ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ হেরাত প্রদেশের রাজধানী থেকে এই কম্পনের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৩৩ কিলোমিটার৷ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে এই তথ্য৷

সেই ভূমিকম্পের ২০ মিনিট পর সংশ্লিষ্ট অঞ্চলে ৫.৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়৷ 

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন৷

হেরাতের আঞ্চলিক হাসপাতালের প্রধান চিকিৎসক আব্দুল কাদিম মোহাম্মদী এই বিষয়ে বলেন, ‘‘এখন পর্যন্ত ৯৩ জন আহত এবং একজন নিহতের তথ্য নথিভূক্ত করা হয়েছে৷''

স্থানীয় সরকারের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন যে, আহতের সংখ্যা ৩৫ জন৷

সর্বশেষ ভূমিকম্পের সময় সেখানকার অধিকাংশ বাসিন্দাই ঘরের বাইরে ঘুমাচ্ছিলেন৷ কারণ গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর আবারও কম্পনের আশঙ্কা ছিল তাদের মনে৷

প্রসঙ্গত, গত সাত অক্টোবর হেরাতে ৬.৩ মাত্রার ভূমিকম্প এবং তারপর আটটি শক্তিশালী কম্পনে বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ক্ষতি হয়েছে৷

তালেবান সরকার জানিয়েছে, সেই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, মৃতের সংখ্যা এক হাজার চারশো জনের মতো৷

ভূমিকম্পে নিহতদের ৯০ শতাংশের বেশি নারী ও শিশু ছিল বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা৷ সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তের সংখ্যা বিশ হাজারের মতো৷

এআই/আরআর (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ