আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে সহস্রাধিক মানুষের মৃত্যুর একসপ্তাহ পর সেখানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে৷ সর্বশেষ কম্পনে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রোববার সকালে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ সংশ্লিষ্ট অঞ্চলটিতে গত সপ্তাহান্তে ভূমিকম্পে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷
স্থানীয় সময় সকাল আটটায় ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ হেরাত প্রদেশের রাজধানী থেকে এই কম্পনের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল ৩৩ কিলোমিটার৷ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে এই তথ্য৷
সেই ভূমিকম্পের ২০ মিনিট পর সংশ্লিষ্ট অঞ্চলে ৫.৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়৷
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে প্রিয়জনের খোঁজে
শনিবার আফগানিস্তানের হেরাত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Omid Haqjoo/AP/dpa/picture alliance
বাড়িঘর তছনছ
ইরানের সাথে আফগান সীমান্তের কাছে হেরাত অঞ্চলে শনিবার সকালে ভূমিকম্প হয়৷ আফগানিস্তানে ভূমিকম্প বেশ ঘন ঘন হয়, কারণ হিন্দুকুশ পর্বতের গায়ে এই দেশ৷ ভূমিকম্প হয় এই অঞ্চলের একটি জনবহুল এলাকায়৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
বারবার ভূমিকম্প
প্রথম ধাক্কার কয়েক ঘন্টার মধ্যেই আরো বেশ কয়েকবার অনুভূত হয় কম্পন৷ ১০টিরও বেশি গ্রাম তছনছ হয়ে গেছে এর ফলে৷ হেরাত এর আগে শিরোনামে আসে এক বছর দীর্ঘ খরার কারণে৷
ছবি: Benyamin Barez/AP Photo/dpa/picture alliance
চলছে নিখোঁজের খোঁজ
শক্তিশালী এই ভূমিকম্প ঘরবাড়ি ভেঙে ফেলায় উদ্ধারের কাজ সহজ হচ্ছে না৷ খালি হাতে, বা কখনো কোদাল দিয়ে চলছে ভেঙে পড়া ভবন থেকে আহতদের উদ্ধারের কাজ৷
ছবি: Mohsen KARIMI/AFP
খোলা আকাশের নীচে
জিন্দা জান জেলার সার্বোলান্দ গ্রামে বাড়িঘর একেবারে মাটিতে মিশে গিয়েছে বলে জানা গেছে৷ হাওয়ায় উড়ছে মানুষের শেষ সম্বল৷ খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন গ্রামের নারী ও শিশুরা৷
ছবি: MOHSEN KARIMI/AFP
যা আছে, তা নিয়েই...
হেরাতে বেশিরভাগ বাসায় এক ছাদের তলায় পরিবারের কয়েক প্রজন্ম একসাথে বাস করে৷ অর্থাৎ শনিবারের ভূমিকম্প স্থানীয়দের অনেকটাই ক্ষতি করেছে৷ ছবিতে দেখা যাচ্ছে ভূমিকম্পে বিধ্বস্ত বাসা থেকে কোনোমতে কিছু জিনিস বাঁচিয়ে আনতে পেরেছেন একজন৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
চারদিকে হাহাকার
ভূমিকম্পের ফলে প্রায় ১৩টি গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ আফগানিস্তানের গ্রামে বাসা তৈরি হয় মাটির, ভেতরে বাঁশের খুঁটি দিয়ে, যা খুবই পলকা ও এমন বড় ভূমিকম্প সইতে পারে না৷
ছবি: Omid Haqjoo/AP/dpa/picture alliance
মৃতদের কবর
ভূমিকম্পের কবলে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হয় ও তারপর নিকটবর্তী কবরস্থানে তাদের কবর দেওয়া হয়৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
7 ছবি1 | 7
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ করছেন৷
হেরাতের আঞ্চলিক হাসপাতালের প্রধান চিকিৎসক আব্দুল কাদিম মোহাম্মদী এই বিষয়ে বলেন, ‘‘এখন পর্যন্ত ৯৩ জন আহত এবং একজন নিহতের তথ্য নথিভূক্ত করা হয়েছে৷''
স্থানীয় সরকারের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন যে, আহতের সংখ্যা ৩৫ জন৷
সর্বশেষ ভূমিকম্পের সময় সেখানকার অধিকাংশ বাসিন্দাই ঘরের বাইরে ঘুমাচ্ছিলেন৷ কারণ গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর আবারও কম্পনের আশঙ্কা ছিল তাদের মনে৷
প্রসঙ্গত, গত সাত অক্টোবর হেরাতে ৬.৩ মাত্রার ভূমিকম্প এবং তারপর আটটি শক্তিশালী কম্পনে বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ ক্ষতি হয়েছে৷