আফগানিস্তানের মূল বিমানঘাঁটি থেকে সরে গেল যুক্তরাষ্ট্র
২ জুলাই ২০২১
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে৷ প্রায় ২০ বছর সেখানে অবস্থানের পর শুক্রবার নিজ সেনাদের সরিয়ে আনে যুক্তরাষ্ট্র৷
বিজ্ঞাপন
আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে৷ আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে মার্কিন সেনারা ঘাঁটিটি ত্যাগ করেন৷ প্রায় ২০ বছর সেখানে অবস্থানের পর শুক্রবার নিজ সেনাদের সরিয়ে আনে যুক্তরাষ্ট্র৷
কাবুল থেকে ৪০ কিলোমিটার দুরে অবস্থিত বাগরামের এ ঘাঁটিটি ছিল মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি৷ এখান থেকে তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো৷
আফগানিস্তানে লড়াই কি তবে শেষ?
06:47
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছে৷
বাগরামের এ ঘাঁটিটি আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷
আফগানিস্তান থেকে ধীরে ধীরে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে জোটবাহিনী৷ গত সপ্তাহ পর্যন্ত ১৯টি দেশ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়৷ ইতিমধ্যে জার্মানি, ইটালি ও পর্তুগাল সেখান থেকে সব সৈন্য ফিরিয়ে এনেছে৷
এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে বিভিন্ন দেশের সেনা প্রত্যাহারের ঘোষণার পর উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা৷ তাদের দাবি, এর ফলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে৷
আরআর/জেডএইচ (রয়টার্স)
আফগানিস্তান যুদ্ধের যত ক্ষয়ক্ষতি
আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে মার্কিন সেনাদের৷ দেড় যুগেরও বেশি আগে শুরু হওয়া এই যুদ্ধের ক্ষয়ক্ষতির বিস্তারিত দেখুন ছবিঘরে৷
ছবি: Hoshang Hashimi/AP Photo/picture alliance
আফগানিস্তান যুদ্ধ নিয়ে গবেষণা
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি৷ গবেষণায় নিহতের সংখ্যা, যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণসহ নানা দিক বেরিয়ে এসেছে৷ এ যুদ্ধে পাকিস্তানের কেমন ক্ষতি হয়েছে উঠে এসেছে সেই তথ্যও৷
ছবি: DW/S. Tanha
নিহতের সংখ্যা
২০০১ সালের অক্টোবর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দুই লক্ষ ৪১ হাজার মানুষ মারা গেছেন৷
ছবি: picture-alliance/ASSOCIATED PRESS/R. Gul
আছে বেসামরিক লোকও
এই দুই দশকে পাকিস্তান ও আফগানিস্তানের ৭১ হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন৷ তাছাড়া দুই হাজার চারশ ৪২ জন মার্কিন সেনা, প্রতিরক্ষা দপ্তরের ছয়জন বেসামরিক লোক, তিন হাজার নয়শ ৩৬ জন মার্কিন ঠিকাদার এবং যুক্তরাষ্ট্রের মিত্র জোটের এক হাজার একশ ৪৪ জন সেনা মারা গেছেন৷ যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে ৯,৩১৪ জন৷
ছবি: picture alliance/dpa/J. Jalali
আছে সাংবাদিক ও মানবাধিকারকর্মীও
গবেষণা পত্রটি বলছে, এ সময়ের মধ্যে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং ৫৪৯ জন মানবাধিকারকর্মী মারা গেছেন৷
ছবি: Getty Images/AFP/Shah Marai
সংখ্যা আরো বেশি হতে পারে
গবেষণায় সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে৷ কিন্তু যুদ্ধ চলাকালীন রোগবালাই, খাবার কিংবা পানির সংকটেও আরো অনেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
ব্যয়ের পরিমাণ
যুদ্ধ চলাকালীন এ বিশ বছরে মার্কিন যুত্তরাষ্ট্রকে গুণতে হয়েছে দুই দশমিক দুই ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Imago Images/Zuma/A. Dinner
সৈন্য ফেরত নেওয়ার ঘোষণা
গত বুধবার আফগানিস্তান থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ১ মে থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার কথা বলেন তিনি৷ এদিকে, বাইডেনের ঘোষণার পর ন্যাটো বাহিনীও তার সদস্যদের ফিরিয়ে আনার কথা জানায়৷