1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিপূর্ণ প্রদেশ হেরাত

৭ আগস্ট ২০১২

আফগানিস্তানের অধিকাংশ শহরে জঙ্গিদের হুমকি, হামলা, অপহরণ, নির্যাতনের আতঙ্কে মানুষ তটস্থ থাকলেও হেরাত প্রদেশে চোখে পড়ছে ভিন্ন চেহারা৷ স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের দাবি, হেরাতে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে৷

Altstadt von Herat in Afghanistan Bild: DW, Hoshang Hashemi aus Herat
ছবি: DW

আফগানিস্তানের অন্যান্য শহরের পথ-ঘাট ফাঁকা থাকলেও সকাল নয়টার দিকে হেরাতের পথে-ঘাটে চোখে পড়ে মানুষ ও গাড়ি-ঘোড়ার ব্যস্ততা৷ দোকান-পাট খোলা৷ চলছে কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য৷ দপ্তরে কাজে ছুটছেন চাকুরিজীবীরা৷ আর শিশুদের বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন বাবা-মা কিংবা অভিভাবক৷ ছোট ভাইকে সাইকেল চালনা শেখাচ্ছেন ২২ বছর বয়সি আহমাদ কোরাইশি৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএ'কে কোরাইশি বলেন, ‘‘এই প্রদেশে বসবাসকারী পরিবারের সদস্যরা মাঝে মাঝে বনভোজন করতে বাইরে বেরিয়ে পড়েন৷ এমনকি মাঝরাত পর্যন্ত তারা বাইরে নিরাপদে ঘুরতে পারেন৷'' স্থানীয় প্রশাসন বলছেন, ভবিষ্যৎ আফগানিস্তানের জন্য হেরাত একটি নমুনা হতে পারে৷

আফগানিস্তানের যেসব প্রদেশ কিংবা নগরীর নিরাপত্তার দায়িত্ব একেবারে প্রথমদিকে বিদেশি বাহিনীর কাছ থেকে আফগান নিরাপত্তা কর্মীদের হাতে ন্যস্ত করা হয়েছে সেগুলোর একটি এই হেরাত প্রদেশ৷ ২০১১ সালের জুলাই মাসে ন্যাটো বাহিনী হেরাত প্রদেশের দায়িত্ব হস্তান্তর করে৷ এর পর থেকে পাঁচ শতাধিক জঙ্গি সদস্য অস্ত্র জমা দিয়ে আবারও সমাজে অঙ্গীভূত হয়েছে৷ এছাড়া নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাধনে আফগান পুলিশ, সেনা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন হেরাত প্রদেশের জনপ্রিয় গভর্নর দাউদ সাবা৷

সাবা বলেন, ‘‘জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান, বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ এবং জঙ্গিদের সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিতে পারা এসব কিছুই ভালো নিরাপত্তা ব্যবস্থার চিহ্ন৷ আমরা যে এখন রাতের বেলা চলাফেরা করতে পারি, তার অর্থই হলো আমরা নিরাপদ৷ এমনকি শুধু শহরেই নয় বরং গ্রামের দিকেও এখন মানুষ বাধাহীনভাবে দিন-রাত চলাফেরা করতে পারে৷ হেরাতে চলাফেরা করতে কোথাও কোনো বাধা নেই৷''

হেরাত থেকে নির্বাচিত আফগান জাতীয় সংসদের সদস্য রেজা কৌশক ওয়াতানদোস্ত বলেন, ‘‘আসলে ভালো মানের জীবন-যাত্রা এবং ভালো অর্থনৈতিক সুযোগ-সুবিধা থাকলে সাধারণত কেউ নিজেকে উড়িয়ে দিতে কিংবা অন্যদের খুন করতে যায় না৷ এর পাশাপাশি রয়েছে শিক্ষা ও সংস্কৃতির প্রভাব৷ বর্তমানে হেরাত প্রদেশের মানুষের এসব কিছুই রয়েছে৷'' হেরাতের অর্থনীতি উন্নতির পথে এবং মানুষগুলোও সুশিক্ষিত৷ তাই এমন সুফল পাওয়া সম্ভব হচ্ছে বলে মনে করেন ওয়াতানদোস্ত৷ তবে জঙ্গিদের তৎপরতা না থাকলেও সেখানে অপরাধী চক্রের উৎপাত নিয়ে কিছুটা সংকট এখনও রয়ে গেছে বলে জানিয়েছেন অনেকেই৷

এএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ