1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে অ্যাথলেটিক ফেডারেশনের প্রধান হলেন এক নারী

১০ জানুয়ারি ২০২০

আফগান ন্যাশনাল অ্যাথলেটিক ফেডাারেশন (এএনএএফ)-এর প্রধান নির্বাচিত হয়েছেন এক নারী৷ তাঁর নাম রোবিনা জালালি৷ আগামী চার বছরের জন্য তিনি ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন৷

Afghanistan Robina Jalali neue ANAF-Chefin
ছবি: picture-alliance/dpa/S. Sabawoon

এএনএএফ-এর নির্বাচনে ৩০ ভোটের সবক'টি জিতেছেন রোবিনা জালালি৷ ২০০১ সালে তালিবান শাসনের পতনের পর তিনিই অলিম্পিক গেমসে অংশ নেয়া প্রথম আফগান নারী৷ ২০০৪ ও ২০০৮ সালে তিনি অলিম্পিক গেমসে অংশ নেন৷ এমনকি ২০১০ সালে তিনি আফগান সংসদ নির্বাচনে অংশ নেন৷ বর্তমান সংসদে কাবুল থেকে নির্বাচিত হয়েছেন তিনি৷ এছাড়া আফগান ন্যাশনাল অলিম্পিকেরও সদস্য তিনি৷

রোবিনা একজন মানবাধিকার কর্মীও৷ তিনি নারী ও তরুণদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন৷ ২০০৮ সালের নভেম্বরে তিনি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দুই স্কুলপড়ুয়া নারী শিশুকে এসিড নিক্ষেপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান৷

আফগানিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী৷ তাদের ৭৮ ভাগ গ্রামে থাকেন৷ বেশিরভাগই গৃহিনী৷ ১৯৬৪ সালে করা আফগানিস্তানের  সংবিধানে নারী সমতার কথা বলা আছে৷ কিন্তু পরবর্তীতে নারীরা অনেক বেশি বৈষম্যের শিকার হন৷ বিশেষ করে তালিবান শাসনামলে নব্বইয়ের দশকে নারী স্বাধীনতা হুমকির মুখে পড়ে৷

তালিবান পরবর্তী গণতান্ত্রিক শাসনামলে নারীদের অবস্থার উন্নতি হয়৷ সংসদে ২৫ ভাগ নারী প্রতিনিধি বাধ্যতামূলক করা হয়৷ অন্যান্য ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়তে থাকে৷ সবমিলিয়ে দেশটিতে ২০ ভাগ নারী কর্মক্ষেত্রে ভূমিকা রাখছেন৷

জেডএ/কেএম (এটিএননিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ