1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আটকে ক্যালিফোর্নিয়ার ছাত্ররা

২ সেপ্টেম্বর ২০২১

পরিবারের সঙ্গে আফগানিস্তানে গিয়েছিলেন তারা। তারপরই তালেবান দখল করে ক্ষমতা। অ্যামেরিকায় ফিরতে পারেনি বহু ছাত্র।

আফগান ছাত্রছাত্রী
ছবি: Aref Karimi/DW

ক্যালিফোর্নিয়ার তিনটি স্কুলের ৩০ জনেরও বেশি ছাত্রছাত্রী আটকে পড়েছে আফগানিস্তানে। তাদের স্কুলগুলির কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা আফগান। শরণার্থী হিসেবে অ্যামেরিকায় গিয়েছিলেন। কিন্তু ছাত্রছাত্রীদের অধিকাংশই মার্কিন নাগরিক। কারণ তারা অ্যামেরিকায় জন্মগ্রহণ করেছে।

স্কুলগুলির তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে বাবা-মায়ের সঙ্গে আফগানিস্তানে দেশের বাড়ি গিয়েছিল ওই ছাত্রছাত্রীরা। কিন্তু তার কিছুদিনের মধ্যেই তালেবান মাত্র কয়েকদিনে গোটা আফগানিস্তান ক্ষমতা দখল করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, ওই ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবার কাবুল বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারেনি।

বিমানবন্দর অবরুদ্ধ

স্কুল সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, কয়েকটি পরিবার বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাস্তায় তালেবান চেকপোস্টে তাদের আটকে দেওয়া হয়। যারা বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, তারাও ভিতরে ঢুকতে পারেনি। বিমানবন্দরের বাইরে হাজার হাজার আফগানকে টপকে তারা ভিতরে যেতে পারেনি।

স্কুল কর্তৃপক্ষ নিয়মিত ওই ছাত্রছাত্রীদের পরিবার এবং মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। কীভাবে তাদের আফগানিস্তান থেকে বার করে আনা যায়, তার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কাবুল বিমানবন্দর তালেবানের হাতে চলে যাওয়ার পর ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অদূর ভবিষ্যতে তাদের পক্ষে আফগানিস্তান ছেড়ে বেরনো সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন ঘোষণা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই স্বীকার করেছিলেন, এখনো বেশ কিছু মার্কিন নাগরিক আফগানিস্তানে আটকে আছেন। তাদের উদ্ধার করার চেষ্টা হলেও শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। মার্কিন প্রশাসন আশ্বাস দিয়েছে, ওই মার্কিন নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় এবং তারা যাতে দেশে ফিরতে পারে তার জন্য তালেবানের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। ওই তিরিশ জন ছাত্রছাত্রী এবং তাদের পরিবার নিয়েও আলোচনা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে।

এরই মধ্যে স্যান হুয়ান স্কুল ইউনিয়ন ডিস্ট্রিক্টের মুখপাত্র রাজ রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ''গত দুই-তিন দিনে কয়েকটি পরিবারের সঙ্গে একবারের জন্যও যোগাযোগ করা যায়নি। সম্ভবত সড়কপথে তারা আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে। সে কারণেই তাদের ফোনে পাওয়া যাচ্ছে না।''

তালেবানের সেনা প্যারেড

এদিকে বুধবার কান্দাহারে সেনা প্যারেডের আয়োজন করে তালেবান। আফগান ফৌজের ছেড়ে যাওয়া সমস্ত অস্ত্র এবং সামরিক জিনিসপত্র এখন তাদের হাতে। মার্কিন এবং ন্যাটো বাহিনীর ছেড়ে যাওয়া বেস থেকেও তারা বহু জিনিস পেয়েছে। বুধবার কান্দাহারের প্যারেডে হামভি এবং আর্মার্ড ভেহিকেল নিয়ে মিছিল করে তালেবান। উপর থেকে সেই মিছিলে নজর রাখে ব্ল্যাক হক হেলিকপ্টার। মনে করা হয়েছিল, ওই মিছিলে যোগ দেবেন তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা। কিন্তু তিনি শেষ পর্যন্ত আসেননি। স্থানীয় তালেবান গভর্নর বক্তৃতা করেন।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ