1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আটকে পশ্চিমবঙ্গের দুইশ মানুষ

১৯ আগস্ট ২০২১

পশ্চিমবঙ্গের দুইশর বেশি মানুষ আফগানিস্তানে আটকে পড়েছেন। তাদের ফেরাতে মোদীকে চিঠি দিলেন মমতা।

মমতা চান, কেন্দ্রীয় সরকার আটকে যাওয়া মানুষদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করুক। ছবি: Prabakhar/DW

তালেবান কাবুলে প্রবেশ করার পরেই ভারতীয় দূতাবাস থেকে সব কূটনীতিক, কর্মী ও নিরাপত্তা কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরেও সে দেশে অনেক ভারতীয় থেকে গেছেন। দেড় হাজারের বেশি মানুষ ফেরার জন্য আবেদন করেছিলেন। তাছাড়া কারখানার প্রচুর শ্রমিকও সেখানে আছেন।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের দুইশর বেশি মানুষ আফগানিস্তানে আটকে আছেন। তারা মূলত দার্জিলিং, কালিম্পং ও তরাইয়ের মানুষ। তাদের অবিলম্বে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে বলা হয়েছে।

তালেবান কাবুল দখল করার পরেই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন। সব জেলাশাসককে নির্দেশ দেয়া হয়, তাদের জেলা থেকে কেউ আফগানিস্তানে আছেন কি না তার খোঁজ করতে। তাদের ফোন নম্বর ও ঠিকানা জোগাড় করতে বলা হয়। সেই সঙ্গে রাজ্যে থাকা আফগানদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।

তারা যে তথ্য পাচ্ছেন, সে সবই কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেয়া হচ্ছে। আফগানিস্তানে যে সব ভারতীয় আছেন, তাদের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আফগানদেরও ফাস্ট ট্র্যাক ভিসা দেয়া হচ্ছে। তবে তালেবান শাসিত আফগানিস্তান থেকে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনতে প্রচুর কাঠখড় পোড়তে হয়েছে। তিনটি বাসে করে তারা দূতাবাস থেকে বিমানবন্দরে গেছিলেন। ৪৫ জন কূটনীতিক ও কর্মীকে নামিয়ে একটি বাস বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু বাকি দুইটি বাস তালেবান আটকে দেয়। পরে অন্য দেশের মধ্যস্থতার পর তারা বিমানবন্দরে যেতে পারেন। ফলে তারা আলাদা বিমানে ফিরেছেন।

জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ