পশ্চিমবঙ্গের দুইশর বেশি মানুষ আফগানিস্তানে আটকে পড়েছেন। তাদের ফেরাতে মোদীকে চিঠি দিলেন মমতা।
বিজ্ঞাপন
তালেবান কাবুলে প্রবেশ করার পরেই ভারতীয় দূতাবাস থেকে সব কূটনীতিক, কর্মী ও নিরাপত্তা কর্মীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরেও সে দেশে অনেক ভারতীয় থেকে গেছেন। দেড় হাজারের বেশি মানুষ ফেরার জন্য আবেদন করেছিলেন। তাছাড়া কারখানার প্রচুর শ্রমিকও সেখানে আছেন।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের দুইশর বেশি মানুষ আফগানিস্তানে আটকে আছেন। তারা মূলত দার্জিলিং, কালিম্পং ও তরাইয়ের মানুষ। তাদের অবিলম্বে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে বলা হয়েছে।
তালেবান কাবুল দখল করার পরেই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন। সব জেলাশাসককে নির্দেশ দেয়া হয়, তাদের জেলা থেকে কেউ আফগানিস্তানে আছেন কি না তার খোঁজ করতে। তাদের ফোন নম্বর ও ঠিকানা জোগাড় করতে বলা হয়। সেই সঙ্গে রাজ্যে থাকা আফগানদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।
কাবুল বিমানবন্দরের ভয়াবহ ছবি
রোববারই কাবুল দখল করেছে তালেবান। শহর ঘিরে রেখেছে তারা। বিমানবন্দরে পালাতে চাওয়া মানুষের ভিড়। বিমানের মাথায় মানুষ। ভিড়ের চাপে মৃত সাত।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
বিমান না বাস
উপমহাদেশে বাসের মাথায় অনেকসময় মানুষ চড়েন, ট্রেনের মাথাতেও মাঝেমধ্যে দেখা যায় তাদের। কিন্তু তাই বলে বিমানের মাথায় মানুষ! সেই দৃশ্যও দেখা গেল কাবুল বিমানবন্দরে। কাবুল ছাড়ার জন্য কিছু মানুষ এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
প্রবল ভিড়
যেদিকে দেখা যায়, সেদিকেই মানুষের মাথা। পিলপিল করছে মানুষ। বিমানবন্দরের ভিতরের ছবি।
ছবি: AFP
কোথায় যাবেন
কোথায় যাবেন জানা নেই। তাদের কাছে টিকিট নেই, ভিসা নেই, আছে শুধু অনিশ্চিত ভবিষ্যতের ভয় এবং পালানোর মরিয়া প্রয়াস।
ছবি: AP Photo/picture alliance
পাঁচিল ও কাঁটাতারের বেড়া টপকে
বিমানবন্দরে উঁচু পাঁচিল, তার উপরে কাঁটাতারের বেড়া। সে সব টপকে মানুষ ঢুকেছেন বিমানবন্দরে। ছবিতে একটি মেয়েকে পাঁচিলে টেনে তুলছেন এক পুরুষ।
ছবি: REUTERS
যে কোনো ভাবে ঢোকার চেষ্টা
বিমানে যে কোনো ভাবে ঢোকার চেষ্টা করেছেন মানুষ। একমাত্র বিমানেই কাবুল তথা আফগানিস্তানের বাইরে যাওয়া যাবে। তাই মরিয়া হয়ে উঠেছে মানুষ।
ছবি: AP Photo/picture alliance
বাইরে গাড়ি রেখে
মানুষ এতটাই বেপরোয়া, যে বিমানবন্দরের বাইরে গাড়ি রেখে পরিবারের সকলকে নিয়ে তারা ছুটছেন ভিতরে ঢোকার জন্য।
ছবি: REUTERS
নারী ও শিশুরাও
শুধু পুরুষরা নয়। নারী ও শিশুদেরও দেখা গেছে বিমানবন্দরে ঢুকে প্লেন ধরার মরিয়া চেষ্টা করতে।
ছবি: REUTERS
বাইরে তালেবান প্রহরা
বিমানবন্দরের বাইরে সতর্ক পাহারায় তালেবান। বন্দুক হাতে তারা প্রহরারত।
ছবি: REUTERS
ভিড়ের চাপে
প্রবল ভিড় এবং বিশৃঙ্খলার শিকার হলেন অন্ততপক্ষে সাতজন। পালাতে চেয়েছিলেন তারা। পারলেন না। চলে গেলেন না ফেরার দেশে।
ছবি: AFP/Getty Images
মার্কিন বিমানবাহিনীর বিমান
কাবুল বিমানবন্দরের উপরে মার্কিন বিমানবাহিনীর বিমান। এই বিমানবন্দর এখনো অ্যামেরিকার দখলে।
ছবি: ASVAKA NEWS via REUTERS
বিমান ঘিরে সেনা
পরিস্থিতি দেখে মার্কিন সেনা বিমানগুলি ঘিরে ধরে। আফগান জনতা দূর থেকে দেখছেন। তারা তখনো আশায় যে, বিমানে করে চলে যেতে পারবেন।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
নামতে পারল না
বিমানবন্দরের এমন অবস্থা ছিল যে, সোমবার জার্মান সেনাবাহিনীর বিমান সেখানে নামতে পর্যন্ত পারেনি।
সকলকে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়ার জন্য বন্ধ রাখা হয় এয়ারপোর্ট। বেশ কয়েকঘণ্টা পরে তা খোলে।
ছবি: Maxar Technologies/REUTERS
13 ছবি1 | 13
তারা যে তথ্য পাচ্ছেন, সে সবই কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেয়া হচ্ছে। আফগানিস্তানে যে সব ভারতীয় আছেন, তাদের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আফগানদেরও ফাস্ট ট্র্যাক ভিসা দেয়া হচ্ছে। তবে তালেবান শাসিত আফগানিস্তান থেকে কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনতে প্রচুর কাঠখড় পোড়তে হয়েছে। তিনটি বাসে করে তারা দূতাবাস থেকে বিমানবন্দরে গেছিলেন। ৪৫ জন কূটনীতিক ও কর্মীকে নামিয়ে একটি বাস বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু বাকি দুইটি বাস তালেবান আটকে দেয়। পরে অন্য দেশের মধ্যস্থতার পর তারা বিমানবন্দরে যেতে পারেন। ফলে তারা আলাদা বিমানে ফিরেছেন।