1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অশান্ত আফগানিস্তান

২৬ অক্টোবর ২০১২

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৪১ ব্যক্তি, আহত ৫০৷ ফারিয়াব প্রদেশের একটি মসজিদে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে৷ জার্মান বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে এই তথ্য৷

ছবি: picture-alliance/dpa

ফারিয়াব প্রদেশের উপ-গভর্নর আব্দুল সাত্তার বারেজ এই প্রসঙ্গে বলেন, ‘‘আজ সকালে একটি মসজিদে হামলায় কমপক্ষে ৪১ ব্যক্তি নিহত হয়েছে৷ ফারিয়াবের পুলিশ প্রধানও হামলায় আহত হয়েছে৷’’ ফরাসি বার্তাসংস্থা এএফপি’ও জানিয়েছে যে নিহতের সংখ্যা চল্লিশ জনের বেশি৷

হতাহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক, বলেছেন আব্দুল সাত্তার৷ এই বিষয়ে এক কর্মকর্তা জানিয়েছেন যে, প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমেদ জাবেদ বেদারও হামলায় নিহত হয়েছেন৷ এছাড়া পাঁচ শিশুও রয়েছে মৃতের তালিকায়৷

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মসজিদটিতে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ৷ আর সেই সুযোগটাই কাজে লাগায় আত্মঘাতী হামলাকারী৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, হামলাকারী পুলিশের পোশাক পরে মসজিদের প্রবেশদ্বারে অপেক্ষা করছিল৷ ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা যখন একে অপরের সঙ্গে কোলাকুলিতে ব্যস্ত, তখন নিজের শরীরে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায় সে৷

মাইমানা শহরে হত্যালীলাছবি: Reuters

বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশেই অবস্থারত মুসল্লি সায়েদ মোকিদ এএফপি’কে বলেন, ‘‘আত্মঘাতী বোমারুকে অল্প বয়সি বলে মনে হয়েছে৷’’ এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি৷ তবে সাধারণত তালেবান জঙ্গিরাই এভাবে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে৷

এদিকে, ঈদ উপলক্ষ্যে এক বার্তায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আফগানদের হত্যা বন্ধ করতে এবং মসজিদ, হাসপাতাল কিংবা স্কুল ধ্বংস করা থেকে বিরত থাকতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তালেবান নেতা মোল্লাহ ওমরও গত বুধবার এক বিবৃতিতে বেসামরিক প্রাণহানি রোধে সচেতন থাকতে তার যোদ্ধাদের প্রতি নির্দেশ দিয়েছেন৷ বিবৃতিতে ওমর বলেন, ‘শত্রুরা’ বেসামরিক প্রাণহানির দায় তাদের (তালেবানের) উপর চাপাচ্ছে৷

প্রসঙ্গত, ফারিয়াব প্রদেশ এতদিন অপেক্ষাকৃত শান্ত ছিল৷ বিশেষ করে গত কয়েক বছরে বড় ধরনের কোনো জঙ্গি তৎপরতা সেখানে দেখা যায়নি৷ কিন্তু চলতি সপ্তাহে আবারো বদলে গেছে ফারিয়াবের পরিস্থিতি৷ দু’দিন আগে সেখানে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালায় তালেবান জঙ্গিরা৷ সেসময় সংঘর্ষে প্রাণ হারায় এক তালেবান কমান্ডার এবং তার ২৪ জন যোদ্ধা৷

শুক্রবার ফারিয়াবের আরো একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে৷ আফগান গোয়েন্দা সংস্থার প্রাদেশিক প্রধানকে লক্ষ্য করে মসজিদের মধ্যে গুলি ছোঁড়ে এক বন্দুকধারী৷ তবে গোয়েন্দা প্রধান অল্পের জন্য বেঁচে যান৷ বন্দুকধারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়৷

এআই/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ