আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি চরম নাজুক হওয়া সত্ত্বেও দেশটিতে আফিম ব্যবসা নিষিদ্ধ করেছে তালেবান৷ তবে অবৈধ এই ব্যবসার উপর নির্ভরশীল লাখ লাখ কৃষকের জন্য সরকার কী করবে তা স্পষ্ট নয়৷
বিজ্ঞাপন
তালেবান রোববার জানিয়েছে যে আফগানিস্তানে আফিম গাছ চাষ নিষিদ্ধ করা হচ্ছে৷ হিরোইনের মতো নিষিদ্ধ মাদক তৈরিতে কাঁচামাল হিসেবে আফিম ব্যবহার করা হয়৷
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চাষের মৌসুমে এমন ঘোষণা দিল দেশটির শাসকগোষ্ঠী৷ এই নির্দেশ অমান্য করা কৃষককে কারাদণ্ড এবং তার উৎপাদন করা আফিম গাছ পুড়িয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন এক তালেবান মুখপাত্র৷
গাঁজা পরিমাণমতো সেবনে অনেক উপকার
গাঁজার নেশা হলে, বা সে নেশা বাড়াবাড়ি পর্যায়ে গেলে জীবনে বিপদ ডেকে আনতে পারে৷ তবে গবেষকরা বলছেন পরিমাণমতো গাঁজা ওষুধ হিসেবে সেবন করলে নাকি অনেক উপকার৷ নয়টি উপকার সম্পর্কে জানুন৷
ছবি: Novartis Vaccine
মৃগীরোগ কমায়
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০১৩ সালেই জানিয়েছেন, মারিজুয়ানা বা গাঁজা একটি নির্দিষ্ট মাত্রায় নিলে মৃগী বা এ ধরণের কিছু স্নায়ুরোগ থেকে দূরে থাকা যায়৷ বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল অফ ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স-এ ছাপাও হয়েছে তাঁদের এই গবেষণালব্ধ তত্ত্ব৷
ছবি: picture-alliance/dpa/A. Sultan
গ্লুকোমা দূরে রাখতে সহায়তা করে
এই বিষয়টি তো প্রায় দশ বছর আগে জানা গেছে৷ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইন্সটিটিউট জানিয়েছিল মারিজুয়ানা গ্লুকোমার ঝুঁকিও কমায়৷ গ্লুকোমা চোখের এমন এক রোগ যা চির অন্ধত্ব ডেকে আনে৷
ছবি: picture-alliance/dpa/Leukert
আলৎসহাইমার শত্রু
দ্য জার্নাল অফ আলৎসহাইমার’স ডিজিজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মারিজুয়ানা মস্তিষ্কের দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়াও রোধ করে৷ আর এভাবে আলৎসহাইমার ঝুঁকিও কমাতে পারে মারিজুয়ানা৷ তবে মারিজুয়ানা ‘ওষুধ’ হলেই রোগ সারাবে, কারো নিয়ন্ত্রণহীন আসক্তির পণ্য হলে নয়৷
ছবি: Colourbox
ক্যানসারেরও ‘অ্যানসার’!
এই বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারিভাবেই স্বীকার করেছে৷ ২০১৫ সালে সে দেশের ক্যানসার বিষয়ক ওযেবসাইট ক্যানসার অর্গ-এ জানানো হয়, মারিজুয়ানা অনেক ক্ষেত্রে টিউমারের ঝুঁকি কমিয়ে ক্যানসার প্রতিরোধকেরও ভূমিকা পালন করে৷
ছবি: Imago/Science Photo Library
কেমোথেরাপির ক্ষতি কম
ইউএস এজেন্সি ফর ড্রাগ জানিয়েছে, মারিজুয়ানা ক্যানসার রোগীর রোগযন্ত্রণা অন্যভাবেও কমায়৷ ক্যানসার রোগীকে এক পর্যায়ে কেমোথেরাপি নিতে হয়৷ কেমোথেরাপির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া৷ মারিজুয়ানা কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াজনিত অনেক ক্ষতি লাঘব করে৷
ছবি: Frederic J. Brown/AFP/Getty Images
স্ট্রোক কম হয়
এটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নটিংহ্যামের গবেষকদের উদ্ভাবন৷ তাঁরা গবেষণা করে দেখেছেন, মারিজুয়ানা মস্তিষ্ককে সুস্থ রাখতেও সহায়তা করে৷ ফলে স্ট্রোক-এর ঝুঁকি কমে৷
ছবি: Colourbox
গাঁজা মাল্টিপল সক্লেরোসিসবিরোধী
মানুষের স্নায়ুতন্ত্রে একটি বিশেষ স্তর ক্ষতিগ্রস্থ হলে ‘মাল্টিপল সক্লেরোসিস’ বা এমএস নামের এক ধরণের স্নায়ুরোগ হয়৷ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মারিজুয়ানা সেবন করলে এই রোগের ঝুঁকিও কমে৷
ছবি: picture-alliance/dpa
ব্যথা নিরোধ
ডায়াবেটিস চরম রূপ নিলে রোগীদের অনেক সময় হাত-পা এবং শরীরের নানা অংশে জ্বালা-যন্ত্রণা হয়৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা বলছেন, ক্যানাবিস সেই যন্ত্রণা লাঘব করতে সক্ষম৷
হেপাটাইটিস ‘সি’-র পার্শ্বপ্রতিক্রিয়া কমায়
হেপাটাইটিস সি-র পার্শ্বপ্রতিক্রিয়াও কমায় মারিজুয়ানা৷ নির্দিষ্ট মাত্রায় ওষুধের মতো গাঁজা সেবন করিয়ে দেখা গেছে এই রোগে আক্রান্তদের শতকরা ৮৬ ভাগেরই পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কমেছে৷
ছবি: Novartis Vaccine
9 ছবি1 | 9
গত বছর আগস্টে তালেবান কাবুল দখলেরপর দেশটির অর্থনৈতিক অবস্থা আরো করুণ হয়ে পড়ে৷ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সেদেশে অর্থায়ন বন্ধ করে দেয়৷ ফলে চাকুরি হারিয়েছেন অনেক সরকারি এবং বেসরকারি কর্মী৷
মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে এমন পরিস্থিতি চলতে থাকলে দেশটিতে অনেক মানুষের অভুক্ত থাকতে হতে পারে৷ কেননা অনেকে খাবার কেনার সামর্থ্য হারাবেন৷
অনাহারে ভুগছে আফগান শিশুরা
02:12
এদিকে, আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আফিম নিষিদ্ধ করার পর কৃষকদের জন্য বিকল্প খুঁজতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি৷
গোটা বিশ্বের মধ্যে আফিমের সবচেয়ে বড় উৎস হচ্ছে আফগানিস্তান৷ জাতিসংঘের মাদক এবং অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী, বিশ্বে আফিমের চাহিদার আশি শতাংশের বেশি আসে এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে৷ এই খাত থেকে দেশটির বাৎসরিক আয় এক দশমিক ছয় বিলিয়ন ইউরো৷
উল্লেখ্য, এর আগে ক্ষমতায় থাকার সময় ১৯৯৪ সালের শেষের দিকে আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করেছিল তালেবান৷ তবে ২০০১ সালে মৌলবাদী গোষ্ঠীটিকে ক্ষমতাচ্যুত করার পর সেই নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়৷
বিশ্বের মধ্যে আফগানিস্তানের খাদ্য সংকট অন্যতম আলোচিত বিষয়৷ জাতিসংঘের তরফে শুধু আফগানিস্তানের জন্য ২০২২ সালে প্রায় ৩৭ হাজার ৭১৭ কোটি টাকা সাহায্য চাওয়া হয়েছে৷ এর আগে শুধুমাত্র একটি দেশের জন্য এত অর্থ চাওয়া হয়নি৷
আচমকা তালেবান অভ্যুত্থানে ভেঙে পড়ছে অর্থনীতি৷ কয়েক দশকের মধ্যে এমন অনাবৃষ্টি দেখেনি সে দেশ৷ ২০২১ সালের আগস্ট নাগাদ ক্ষমতায় রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করেছে তালেবানরা৷ দেশের চার কোটি মানুষের জন্য বিদেশ থেকে আসা উন্নয়ন তহবিলও দখল করেছে৷
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ২.৩ কোটি আফগান চরম খাদ্যসংকটে ভুগছে৷ ৯০ লাখ আফগান দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে৷
ছবি: Petros Giannakouris/AP/picture alliance
অপুষ্টির শৈশব
পাঁচ বছরের কম বয়সি ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগে মারা যেতে পারে৷ ৭০ শতাংশ আফগান গ্রামে বাস করলেও কৃষি থেকে ৮৫ শতাংশের কোনও রোজগার নেই৷
ছবি: Stringer/REUTERS
জাতিসংঘের রিপোর্টে শঙ্কা
২০২১ সালে মোট ৪২ লাখ আফগান হিংসা, খরা-সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের শিকার৷ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির রিপোর্ট বলছে, ২০২২ সালের প্রথম ৬ মাসের মধ্যে ৯৭ শতাংশ দারিদ্রসীমার নীচে চলে যাবেন৷ তালেবানরা ক্ষমতায় আসার আগে মোট জনসংখ্যার অর্ধেক মানুষ দরিদ্র ছিলেন৷
ছবি: Bilal Gule/AA/picture alliance
কমছে আয়
২০১২ সালে মাথাপিছু আয় ছিল প্রায় ৫৬ হাজার বাংলাদেশি টাকা৷ ২০২২ সালে তা এসে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার টাকায়৷
ছবি: ALI KHARA/Reuters
কর্মহীন নারী
দেশের জিডিপির ৪০ শতাংশ আসত আন্তর্জাতিক একাধিক তহবিল থেকে৷ ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর তা দাঁড়িয়েছে ৩০ শতাংশে৷ নারীদের কাজ ‘কেড়ে’ নেওয়ার ফলে সাড়ে আট হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আফগানিস্তানের, যা মোট জিডিপির প্রায় ৩-৫ শতাংশ৷
ছবি: JAMES EDGAR/AFP
ধুঁকছে অর্থনীতি
বিশ্বব্যাংকের তথ্য বলছে, চরম ক্ষতির সম্মুখীন সার্বিক অর্থনীতি৷ মঙ্গলবার জাতিসংঘ আবেদন করেছে, মৌলিক পরিষেবাগুলিকে আরও বাড়াতে হবে৷ তালেবানদের হস্তক্ষেপ এড়িয়ে স্বাস্থ্যকর্মী এবং অন্যদের কাছে সরাসরি অর্থ পৌঁছানো নিশ্চিত করতে হবে৷