1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে আবার আত্মঘাতী বোমা হামলা

২৮ জুলাই ২০১১

আজকের বোমা হামলায় নিহত অন্তত ১৯ জন৷ আহত ৩৫৷ নিহতদের মধ্যে আছেন বিবিসি'র একজন আফগান সংবাদদাতাও৷ গত কয়েকদিনে একের পর এক বোমা হামলা হল আফগানিস্তানে৷

উরুজগান প্রদেশের রাজধানী ত্রিন কোটে এই হামলা ঘটেছেছবি: DW

এই আত্মঘাতী বোমা হামলা হয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের উরুজগান প্রদেশের সরকারি ভবনে৷ প্রায় ছয় জনের মত হামলাকারী রাজধানী শহর ত্রিন কোট'এ প্রাদেশিক গভর্নর আর পুলিশ প্রধানের কম্পাউন্ডে হানা দেয়৷ এ খবর দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি৷ তিনি জানান, তিনজন আত্মঘাতী হামলাকারী বোমায় বিস্ফোরণ ঘটায় এবং বাকিদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলে৷ উরুজগান প্রদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান খান আগা নেহাখিল জানান, উনিশ জন নিহত হয়েছে এই হামলায়৷ তাদের মধ্যে আছে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক মানুষ, একজন সাংবাদিক৷

এই হামলার লক্ষ্য ছিল সরকারি ভবনছবি: DW

সাংবাদিকের নাম ওমিদ খপালওয়াক৷ বয়স মাত্র ২৫৷ আফগান বার্তা সংস্থা পাঝক এবং বিবিসি'র জন্য সংবাদদাতা হিসেবে কাজ করতেন৷ এই বার্তা সংস্থার প্রধান সম্পাদক দানেশ কারোখিল জানিয়েছেন, ওমিদ একটি সাক্ষাৎকার নেয়ার জন্য উরুজগানের টিভি স্টেশনে ছিলেন৷ তিন ঘন্টা আটকে পড়েছিলেন তিনি৷ গোলাগুলির মাঝে বেরিয়ে আসতে পারেননি৷ বিবিসির তরফ থেকেও সাংবাদিক ওমিদের নিহত হবার খবর দেয়া হয়েছে৷ উরুজগান টিভি চ্যানেলের প্রধান ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, টিভি স্টেশনের অফিসের ভিতরে বোমা ফাটার শব্দ শুনেছেন তিনি৷ গভর্নরের কম্পাউন্ড থেকে এই ভবনের দূরত্ব ১০০ মিটারের মত৷ দুজন আত্মঘাতী বোমাহামলাকারী এই ভবনেও ঢোকে বলে তিনি জানান৷

কান্দাহারের মতো উরুজগানেও তালেবান বেশ তৎপরছবি: picture-alliance / Ton Koene

যথারীতি তালেবান এই হামলার দায়িত্ব দাবি করেছে৷ তালেবান গোষ্ঠীর একজন মুখপাত্র কারি ইউসুফ আহমাদি জানিয়েছে, ছয়জন জঙ্গি এই হামলা চালায়৷ গত কয়েকদিনে বেশ কতগুলো হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা৷ মাত্র একদিন আগে আত্মঘাতী হামলায় নিহত হলেন কান্দাহার সিটির মেয়র৷ কয়েকদিন আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাই'এর সৎ ভাই আহমাদ ওয়ালি কার্জাইকে মেরে ফেলা হলো৷ ১৭ই জুলাই সশস্ত্র ব্যক্তিরা উরুজগানের প্রাক্তন গভর্নর এবং প্রেসিডেন্ট কার্জাই'এর একজন ঘনিষ্ঠ উপদেষ্টা জান মোহাম্মদ খান নিহত হলেন সশস্ত্র ব্যক্তিদের হামলায়৷ ঠিক যখন আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তার দায়িত্ব ধীরে ধীরে আফগানদের হাতে তুলে দিতে শুরু করেছে তখন এরকম উপর্যুপরি হামলা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে, স্থিতিহীনতার আশঙ্কা সৃষ্টি করেছে৷ ক্ষমতার ক্ষেত্রে এক ধরনের শূন্যতা দেখা দিতে পারে এর ফলে৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জিব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ