1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ‘গট ট্যালেন্ট’

১১ জুলাই ২০১৩

আফগানিস্তানের নাম শুনলেই রক্ষণশীল ও যুদ্ধবিদ্ধস্ত একটি দেশের কথা মনে হয়৷ চোখের সামনে ভেসে উঠে দুঃখ ভারাক্রান্ত সব মানুষের ছবি৷ কিন্তু দিন বদলাচ্ছে৷ তাই সেখানকার টেলিভিশন চ্যানেলগুলোতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া৷

ছবি: Fotolia/nikkytok

২০০৫ সাল থেকেই আফগান একটি চ্যানেলে দেখানো হচ্ছে ‘অ্যামেরিকান আইডল'-এর আদলে তৈরি ‘আফগান স্টার' নামের একটি রিয়েলিটি শো৷ সেই থেকে টেলিভিশনের জনপ্রিয়তম অনুষ্ঠানগুলোর মধ্যে এটি একটি৷

এরপর শুরু হয় আরেকটি রিয়েলিটি শো ‘দ্য ভয়েস'৷ আর এবার শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে ওয়ানটিভি-তে শুরু হবে ‘গট ট্যালেন্ট' নামের আরেকটি রিয়েলিটি শো৷

ওয়ানটিভি-র প্রেসিডেন্ট ফাহিম হাশিমি বলছেন, ‘‘বিশ্বের অনেক দেশেই এই শো জনপ্রিয় হয়েছে৷ এর মাধ্যমে আমরা আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা মেধাবীদের টিভির সামনে নিয়ে আসবো৷''

উল্লেখ্য, বিশ্বের প্রায় ৫৫টি দেশে ‘গট ট্যালেন্ট' শো চলছে৷ ‘এক্স ফ্যাক্টর' খ্যাত ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব সাইমন কাওয়েল এই শো'র ফরম্যাট তৈরি করেছেন৷

গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর, কৌতুক অভিনেতা থেকে শুরু করে যে কোনো বিষয়ের মেধাবীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ