1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

​​আফগানিস্তানে আহত মার্কিন জেনারেল

২২ অক্টোবর ২০১৮

খবর বেরিয়েছে যে, গত সপ্তাহে কান্দাহারে তালিবান যে হামলা চালিয়েছিল, তাতে আহতদের মধ্যে একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তাও রয়েছেন৷ এ রাজ্যের ভোটগ্রহণ এক সপ্তাহ পেছানো হয়েছে৷

Afghanistan US-Soldaten in der Provinz Logar
ছবি: Reuters/O. Sobhani

ঐ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জেফরি স্মাইলি৷ তিনি আফগানিস্তানে ন্যাটো মিলিটারি অ্যাডভাইজরি মিশনের প্রধান৷ সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট লিখেছে, কমপক্ষে একটি গুলি খেয়েছেন স্মাইলি৷

গত সপ্তাহে আফগানিস্তানে ইউএস ও ন্যাটো'র কমান্ডার জেনারেল স্কট মিলার ও আফগান পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিকসহ বেশ ক'জন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রচণ্ড নিরাপত্তার মধ্যে জরুরি বৈঠক করছিলেন৷ বৈঠক শেষে হঠাৎ করে আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এক বন্দুকধারী গুলি করা শুরু করেন৷ এতে জেনারেল রাজিকসহ কান্দাহারের আঞ্চলিক গোয়েন্দা প্রধান ও একজন আফগান সাংবাদিক মারা যান৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ব্রিগেডিয়ার স্মাইলি৷

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার তাৎক্ষণিকভাবে তিনজন মার্কিন নাগরিক আহত হবার খবর টুইট করেন৷ পরে স্মাইলির নাম নিশ্চিত করেন তিনি৷

এই ঘটনার পর এত নিরাপত্তার মধ্যেও কীভাবে ‘টার্গেটেড কিলিং' সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যুক্তরাষ্ট্রের জন্যও এটা ভাবনার ব্যাপার৷ তাদের সেনা কর্মকর্তারা হামলার শিকার হলেও সাধারণত আহত হন না৷

এদিকে, আফগানিস্তানের জাতীয় নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণের পর ভোট গণনা হচ্ছে৷ তবে নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে৷ হামলার ঘটনার পর কান্দাহারের ভোট এক সপ্তাহ পিছিয়ে আগামী শনিবার করা হয়েছে৷ দুই দিনে মোট ৮৮ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৪০ লাখ ভোট দিয়েছেন৷ নির্বাচনকে ঘিরে হামলায় শিশুসহ ৫০ জন মারা গেছেন৷

জেডএ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ