1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

​​আফগানিস্তানে আহত মার্কিন জেনারেল

২২ অক্টোবর ২০১৮

খবর বেরিয়েছে যে, গত সপ্তাহে কান্দাহারে তালিবান যে হামলা চালিয়েছিল, তাতে আহতদের মধ্যে একজন উচ্চপদস্থ মার্কিন সেনা কর্মকর্তাও রয়েছেন৷ এ রাজ্যের ভোটগ্রহণ এক সপ্তাহ পেছানো হয়েছে৷

Afghanistan US-Soldaten in der Provinz Logar
ছবি: Reuters/O. Sobhani

ঐ সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জেফরি স্মাইলি৷ তিনি আফগানিস্তানে ন্যাটো মিলিটারি অ্যাডভাইজরি মিশনের প্রধান৷ সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট লিখেছে, কমপক্ষে একটি গুলি খেয়েছেন স্মাইলি৷

গত সপ্তাহে আফগানিস্তানে ইউএস ও ন্যাটো'র কমান্ডার জেনারেল স্কট মিলার ও আফগান পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিকসহ বেশ ক'জন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রচণ্ড নিরাপত্তার মধ্যে জরুরি বৈঠক করছিলেন৷ বৈঠক শেষে হঠাৎ করে আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা এক বন্দুকধারী গুলি করা শুরু করেন৷ এতে জেনারেল রাজিকসহ কান্দাহারের আঞ্চলিক গোয়েন্দা প্রধান ও একজন আফগান সাংবাদিক মারা যান৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন ব্রিগেডিয়ার স্মাইলি৷

আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার তাৎক্ষণিকভাবে তিনজন মার্কিন নাগরিক আহত হবার খবর টুইট করেন৷ পরে স্মাইলির নাম নিশ্চিত করেন তিনি৷

এই ঘটনার পর এত নিরাপত্তার মধ্যেও কীভাবে ‘টার্গেটেড কিলিং' সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যুক্তরাষ্ট্রের জন্যও এটা ভাবনার ব্যাপার৷ তাদের সেনা কর্মকর্তারা হামলার শিকার হলেও সাধারণত আহত হন না৷

এদিকে, আফগানিস্তানের জাতীয় নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণের পর ভোট গণনা হচ্ছে৷ তবে নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে৷ হামলার ঘটনার পর কান্দাহারের ভোট এক সপ্তাহ পিছিয়ে আগামী শনিবার করা হয়েছে৷ দুই দিনে মোট ৮৮ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৪০ লাখ ভোট দিয়েছেন৷ নির্বাচনকে ঘিরে হামলায় শিশুসহ ৫০ জন মারা গেছেন৷

জেডএ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ