আফগানিস্তানের এক সামরিক ঘাঁটিতে গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান৷ হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১২৬ জন নিহত হয়েছে৷
ছবি: Reuters/Stringer
বিজ্ঞাপন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের ময়দান শাহর-এর সামরিক ঘাঁটিতে সোমবার এ হামলা চালানো হয়৷ সোমবার স্থানীয় সময় সকালে চালানো হামলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে বিস্ফোরণে ১২৬ জন মারা গেছে বলে আমাদের জানানো হয়েছে৷''
এসিবি/এডিকে (রয়টার্স, ডিপিএ)
সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশ
২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনুযায়ী ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার গত কয়েক বছরের তুলনায় কমেছে৷ ২০১৪ সালে এই হার ছিল সর্বোচ্চ৷ সন্ত্রাসবাদে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি দেশের কথা থাকছে ছবিঘরে৷
ছবি: Reuters/G. Tomasevic
ইরাক
সন্ত্রাসবাদ সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ইরাক৷ তবে ইরাকে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা কমেছে৷ ২০১৭ সালে যেখানে প্রাণ হারিয়েছিলেন ৯,৭৮৩ জন, ২০১৭ এ প্রাণ হারিয়েছেন ৪,২৭১ জন৷ মৃত্যুর হার কমেছে ৫৬ ভাগ৷
ছবি: Reuters/G. Tomasevic
আফগানিস্তান
২০১৭ সালে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
নাইজেরিয়া
নাইজেরিয়ায় ২০১৬ সালের তুলনায় গত বছর নিহতের সংখ্যা শতকরা ১৬ ভাগ কমেছে৷ ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় সেখানে নিহত হয়েছে ১,৫৩২ জন৷
ছবি: Reuters/Afolabi Sotunde
সিরিয়া
সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে৷ সেখানেও বিভিন্ন হামলায় নিহতের হার ৪৮ ভাগ কমেছে৷
ছবি: picture alliance/abaca/AA/H. Nasir
পাকিস্তান
২০০৬ সালের পর ২০১৭ সালে সন্ত্রাসী হামলায় দেশটিতে সবচেয়ে কম মানুষ প্রাণ হারিয়েছে৷