1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার সাহায্য কর্মীকে উদ্ধার

২ জুন ২০১২

আফগানিস্তানে অপহৃত চার সাহায্য কর্মীকে উদ্ধার করেছে ন্যাটো৷ অপহৃতদের মধ্যে দু’জন বিদেশি নাগরিক ছিলেন৷ তালেবান জঙ্গিরা গতমাসে এদেরকে অপহরণ করে৷ উদ্ধারকৃতরা সবাই সুস্থ আছেন৷

ছবি: AP

আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে চার সাহায্য কর্মীকে উদ্ধার করেছে ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী৷ গত ২২ মে তাদেরকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা৷ শনিবার খুব ভোরে হেলিকপ্টারে করে ন্যাটো সেনারা ঘটনাস্থলে পৌঁছায়৷ এরপর সফলভাবে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করে সাহায্য কর্মীদের৷

উদ্ধারকৃত সাহায্য কর্মীদের মধ্যে দু'জন বিদেশি৷ এরা হচ্ছেন ব্রিটিশ নাগরিক হেলেন জন্সটন এবং কেনিয়ার নাগরিক মোরাগোয়া ওইরি৷ বাকি দু'জন আফগান নাগরিক৷ উদ্ধারকৃতরা সবাই সুইস উন্নয়ন সংস্থা মেডএয়ার'এর কর্মী৷ এই অভিযান সম্পর্কে ন্যাটোর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ব্রেইন বাডুরা বলেন, অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর রাতের আধারে সেই এলাকায় অভিযান চালায় সেনারা৷ এতে কোন আইসাফ সেনা হতাহতের ঘটনা ঘটেনি৷ অপহরণকারীদের কাছে মেশিন গান, একে-৪৭ রাইফেল এবং রকেটচালিত গ্রেনেড ছিল বলে নিশ্চিত করেছেন ব্রেইন৷

বাডাকশান প্রদেশে নিয়োজিত আইসাফ সেনাদের একাংশছবি: AP

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ন্যাটোর এই উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ‘‘অপহৃতদের জীবন অত্যন্ত ঝুঁকির মুখে ছিল''৷ ক্যামেরন জানান, হেলেন এবং তাঁর সহকর্মীদের অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে শোচনীয় হয়ে উঠছিল কেননা আরো অনেক তালেবান এই বিষয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল৷ ফলে তাদের জীবনের ঝুঁকিও ক্রমশ বাড়ছিল৷

তিনি বলেন, এই অভিযানের সঙ্গে ব্রিটিশ সেনারা যুক্ত ছিল এবং কয়েকজন তালেবান ও অপহরণকারী নিহত হয়েছে৷ আফগানিস্তানের বাডাকশান প্রদেশের উপগভর্নর সামসুল রহমান সামস জানিয়েছেন, ন্যাটোর এই অভিযানে পাঁচ অপহরণকারী প্রাণ হারিয়েছে৷

আফগান কর্তৃপক্ষ শুরুতে জানিয়েছিল, পাহাড়ি প্রদেশ বাডাকশান থেকে পাঁচ সাহায্য কর্মীকে অপহরণ করা হয়েছে৷ কিন্তু পরবর্তীতে জানা যায়, অপহৃতদের একজন পালাতে সক্ষম হয়৷

বলাবাহুল্য, ২০০১ সাল থেকেই আফগানিস্তানের কিছু অঞ্চলে বিদেশিদের অপহরণের হার বেড়ে যায়৷ ২০১০ সালে দশ বিদেশি চিকিৎসা কর্মী, যাদের মধ্যে ছয় জন মার্কিন নাগরিক, বাডাকশান প্রদেশে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারায়৷ এছাড়া মুক্তিপণের আশায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিদেশিদের অপহরণের চেষ্টা করে থাকে৷

উল্লেখ্য, বাডাকশান প্রদেশের পুলিশ এর আগে জানিয়েছিল, হেলেনদের অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে এবং তারা কার্যত একটি অপরাধী দলের সদস্য৷ কিন্তু আইসাফ এক বিবৃতিতে জানিয়েছে, অপহরণকারীরা তালেবান সদস্য৷ বিদেশি সেনারা ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ত্যাগ করার প্রস্তুতি নেওয়ায় হিংসাত্মক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে তালেবান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স, এএফপি)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ