1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৪

২৭ এপ্রিল ২০১৭

আল-কায়েদার বাংলাদেশ বিষয়ক প্রধান তারিক আফগানিস্তানে নিহত হয়েছেন৷ আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) প্রধান অসিম ওমর এ দাবি করেছেন৷ এদিকে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে চার জন নিহত হয়েছে৷

ফাইল ছবি
ফাইল ছবি (সিলেটে অভিযানের ছবি)ছবি: Getty Images/AFP

বুধবার মেসেজিং অ্যাপস টেলিগ্রামে অসিম উমর ওই বিবৃতি দেন বলে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন জানিয়েছে৷ তবে বাংলাদেশের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি৷

১৩ পৃষ্ঠার ওই ইংরেজি বক্তব্যে একিউআইএস প্রধান অসিম ওমর বলেন, ‘‘আল-কায়েদার বাংলাদেশ বিষয়ক প্রধান তারিক ওরফে সোহেল আফগানিস্তানের কান্দাহারের মরুভূমিতে প্রাণ দিয়েছেন৷ ''

তবে অসিম ওমরের বক্তব্যে কথিত বাংলাদেশি তারিক সোহেল ও তাঁর পাঁচ সহযোগী ঠিক কত তারিখে নিহত হয়েছে, সেটা উল্লেখ করা হয়নি৷ এর আগে গত মাসেও সোহেলের নিহতের খবর প্রকাশিত হয়েছিল৷

‘অপারেশন ঈগল হান্ট'

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’য় অপারেশন ‘ঈগল হান্টে’ আবুসহ চারজন নিহত হয়েছেন৷ চারজনই আত্মঘাতী হয়েছেন৷ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে৷

বৃহস্পতিবার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহিনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির পাশে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) খুরশিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান৷

এর আগে ওই বাড়ি থেকে এক নারী ও শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী৷ ওই নারী বাড়িটিতে থাকা জঙ্গি সংগঠন পুরোনো জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং শিশুটি এই দম্পতির সন্তান বলে নিশ্চিত করেছে পুলিশ৷ আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম৷ 

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগানে ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অভিযান চালায় সোয়াট৷ কিন্তু দুই ঘণ্টা পরই অভিযান স্থগিত করা হয়৷

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়৷

এর আগে অভিযান শুরুর সময় থেকে ঘণ্টাখানেক ধরে শোনা যায় গুলির শব্দ৷  ১০টা ৬ মিনিটে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়করণ দল৷

অভিযান শুরুর পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘‘একতলা ওই বাড়ির ভেতরে নারী ও শিশুসহ চার জন আছে বলে আমরা ধারণা করছি৷ দিনে মাইকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি৷''

গোমস্তাপুর সার্কেলের এএসপি মাইনুল ইসলাম জানিয়েছেন,একতলা ওই বাড়িতে রফিকুল আলম আবু নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকে বলে তাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে৷

জননিরাপত্তার স্বার্থে শিবনগর ও আশপাশের এলাকায় সকালেই ১৪৪ ধারা জারি করা হয় জানিয়ে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম জানান, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের জমায়েত ও চলাচলে কড়াকড়ি থাকবে৷

আগের অভিযান:

সম্প্রতি চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি বাড়িতে অভিযান চালানোর পর পুলিশ গত শুক্র ও শনিবার ঝিনাইদহের একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে৷ এরপর মঙ্গলবার দিনভর রাজশাহীর একটি এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড' চলে৷ তবে সেখানে কোনো জঙ্গি আস্তানার খোঁজ পায়নি পুলিশ৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ