1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান

১৫ এপ্রিল ২০১২

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে একযোগে হামলা চালিয়েছে তালেবান গোষ্ঠী৷ আফগান সংসদ, বিদেশী দূতাবাস ও ন্যাটোর ঘাঁটিগুলো লক্ষ্য করে আত্মঘাতী এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায় তালেবান জঙ্গিরা৷

in this image taken from video, showing smoke rising from Kabul, Afghanistan, following attacks by Taliban militants Sunday April 15, 2012. Militants launched a series of coordinated attacks in the Afghan capital Sunday, with blasts and gunfire rocking three neighborhoods that are home to Afghan government buildings, Western embassies and NATO bases. (Foto:AP Video/AP/dapd) TV OUT
Afghanistan Kabul Anschlag Botschaftsviertelছবি: AP

একযোগে হামলা

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী কাবুলের অন্তত সাতটি জায়গা লক্ষ্য করে হামলা চালায় তালেবান৷ এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি শহরেও তারা হামলা চালিয়েছে৷ তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলো মূলত কাবুলে অবস্থিত মার্কিন, ব্রিটিশ ও জার্মান দূতাবাস৷ আফগান সংসদ লক্ষ্য করেও তারা হামলা চালায়৷ গোলা এসে আঘাত হানে ন্যাটোর ঘাঁটিতে৷ কাবুলের দুটি হোটেলেও হামলা হয়েছে৷ রুশ দূতাবাসের কাছেও হামলার খবর পাওয়া গেছে৷ এছাড়া পূর্বাঞ্চলের নানগারহার, লোগার এবং পাকতিয়া প্রদেশেও হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা৷

হামলা শুরুর পর আফগান সেনাদের তৎপরতাছবি: Reuters

ক্ষয়ক্ষতি তেমন নেই

বড় আকারের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি এখন পর্যন্ত৷ হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে৷ অন্যদিকে আফগান সংসদে তালেবান জঙ্গিরা যখন হামলা চালায় তখন তাদের সঙ্গে নিরাপত্তা কর্মিদেরও পাল্টা গোলাগুলি শুরু হয়৷ এমনকি আফগান সংসদ সদস্যরাও হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়েন৷ এতগুলো হামলা চললেও কোন দেশি বিদেশি কর্মকর্তা কিংবা সেনা হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে তালেবানের দাবি তাদের হামলায় বিদেশি সেনারা নিহত হয়েছে৷ তবে এই ব্যাপারে কোন নির্দিষ্ট দাবি তারা করতে পারেনি৷

বাসন্তী আক্রমণ

এই হামলার ব্যাপারে ইতিমধ্যে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতি দিয়েছেন৷ তাতে তিনি এই অভিযানকে ‘বসন্ত অভিযান' বলে অভিহিত করেছেন৷ তাতে তিনি আরও বলেছেন দিন কয়েক আগে আফগান কর্তৃপক্ষ বলেছিলো তালেবান এই বসন্তে কোন হামলা চালাতে পারবে না৷ আজকের হামলাগুলো সেই বাসন্তী আক্রমণের বা অভিযানের শুরু কেবল৷ তার মানে সামনে আরও এই ধরণের হামলা আসার সম্ভাবনা রয়েছে৷ এদিকে আফগান সরকার জানিয়েছে, এই হামলার সঙ্গে হাক্কানি গ্রুপের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে৷

রাস্তায় মার্কিন বাহিনীর টহলছবি: Reuters

জার্মান দূতাবাস ক্ষতিগ্রস্ত

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বার্লিন থেকে কাবুলের দূতাবাসে হামলার খবর স্বীকার করা হয়েছে৷ এতে নাকি দুতাবাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে কেউ হতাহত হয়েছে এমন খবর দিতে পারেনি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ