1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান

১৫ এপ্রিল ২০১২

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে একযোগে হামলা চালিয়েছে তালেবান গোষ্ঠী৷ আফগান সংসদ, বিদেশী দূতাবাস ও ন্যাটোর ঘাঁটিগুলো লক্ষ্য করে আত্মঘাতী এবং রকেট চালিত গ্রেনেড হামলা চালায় তালেবান জঙ্গিরা৷

in this image taken from video, showing smoke rising from Kabul, Afghanistan, following attacks by Taliban militants Sunday April 15, 2012. Militants launched a series of coordinated attacks in the Afghan capital Sunday, with blasts and gunfire rocking three neighborhoods that are home to Afghan government buildings, Western embassies and NATO bases. (Foto:AP Video/AP/dapd) TV OUT
Afghanistan Kabul Anschlag Botschaftsviertelছবি: AP

একযোগে হামলা

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী কাবুলের অন্তত সাতটি জায়গা লক্ষ্য করে হামলা চালায় তালেবান৷ এছাড়া আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি শহরেও তারা হামলা চালিয়েছে৷ তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলো মূলত কাবুলে অবস্থিত মার্কিন, ব্রিটিশ ও জার্মান দূতাবাস৷ আফগান সংসদ লক্ষ্য করেও তারা হামলা চালায়৷ গোলা এসে আঘাত হানে ন্যাটোর ঘাঁটিতে৷ কাবুলের দুটি হোটেলেও হামলা হয়েছে৷ রুশ দূতাবাসের কাছেও হামলার খবর পাওয়া গেছে৷ এছাড়া পূর্বাঞ্চলের নানগারহার, লোগার এবং পাকতিয়া প্রদেশেও হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা৷

হামলা শুরুর পর আফগান সেনাদের তৎপরতাছবি: Reuters

ক্ষয়ক্ষতি তেমন নেই

বড় আকারের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি এখন পর্যন্ত৷ হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে৷ অন্যদিকে আফগান সংসদে তালেবান জঙ্গিরা যখন হামলা চালায় তখন তাদের সঙ্গে নিরাপত্তা কর্মিদেরও পাল্টা গোলাগুলি শুরু হয়৷ এমনকি আফগান সংসদ সদস্যরাও হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোঁড়েন৷ এতগুলো হামলা চললেও কোন দেশি বিদেশি কর্মকর্তা কিংবা সেনা হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে তালেবানের দাবি তাদের হামলায় বিদেশি সেনারা নিহত হয়েছে৷ তবে এই ব্যাপারে কোন নির্দিষ্ট দাবি তারা করতে পারেনি৷

বাসন্তী আক্রমণ

এই হামলার ব্যাপারে ইতিমধ্যে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতি দিয়েছেন৷ তাতে তিনি এই অভিযানকে ‘বসন্ত অভিযান' বলে অভিহিত করেছেন৷ তাতে তিনি আরও বলেছেন দিন কয়েক আগে আফগান কর্তৃপক্ষ বলেছিলো তালেবান এই বসন্তে কোন হামলা চালাতে পারবে না৷ আজকের হামলাগুলো সেই বাসন্তী আক্রমণের বা অভিযানের শুরু কেবল৷ তার মানে সামনে আরও এই ধরণের হামলা আসার সম্ভাবনা রয়েছে৷ এদিকে আফগান সরকার জানিয়েছে, এই হামলার সঙ্গে হাক্কানি গ্রুপের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে৷

রাস্তায় মার্কিন বাহিনীর টহলছবি: Reuters

জার্মান দূতাবাস ক্ষতিগ্রস্ত

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বার্লিন থেকে কাবুলের দূতাবাসে হামলার খবর স্বীকার করা হয়েছে৷ এতে নাকি দুতাবাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে কেউ হতাহত হয়েছে এমন খবর দিতে পারেনি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ