1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে প্রতিদিন পাঁচটি শিশু আক্রান্ত

৮ ডিসেম্বর ২০২০

আফগানিস্তানে গত ১৪ বছরে মার্কিন বিমান হানায় প্রতিদিন গড়ে পাঁচটি শিশু হয় মারা গেছে বা আহত হয়েছে।

ছবি: AFP/A. Berry

মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে প্রতিদিন গড়ে অন্তত পাঁচটি শিশুর মৃত্যু হয় বা তারা গুরুতর আহত হয়। সম্প্রতি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে আফগানিস্তানে মার্কিন বিমান হানায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা অন্তত ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত অগাস্ট-সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের তালেবান অধ্যষিত একটি অঞ্চলে বড়সড় বিমান হামলা ঘটিয়েছিল অ্যামেরিকা এবং আফগান বিমান বাহিনী। আক্রমণের পরে তালেবান দাবি করেছিল, পঞ্চাশেরও বেশি সাধারণ মানুষ এবং শিশু ওই হামলায় আহত হয়েছেন। মৃত্যু হয়েছে অনেকের। কিন্তু অ্যামেরিকা কিংবা আফগান বাহিনী তা স্বীকার করেনি।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে, একটি নয়, প্রতিটি মার্কিন বিমান হানায় বিপুল পরিমাণ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মৃত্যু হয়েছে অথবা গুরুতর আহত হয়েছেন। শুধু মাত্র ২০১৯ সালে বিমান হামলায় ৭০০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ২০০১ সালে ৯/১১-র পর অ্যামেরিকা যখন আফগানিস্তানে অভিযান চালিয়েছিল, তখন বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। এরপর মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থান করতে শুরু করে। সাধারণ মানুষের মৃত্যুর ঘটনাও ক্রমশ কমতে শুরু করে। যুদ্ধ মূলত তালেবান এবং আল কায়দার সঙ্গে শুরু হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট, ২০০১ সালের পর ২০১৯ সালে বিমান হানায় সব চেয়ে বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

২০১৭ সাল থেকে আফগানিস্তান থেকে ধীরে ধীরে মার্কিন স্থল সেনা সরানোর কাজ শুরু করে অ্যামেরিকা। অন্য দিকে শান্তি বৈঠকে বসানোর জন্য তালেবানের উপর চাপবৃদ্ধির কৌশল হিসেবে বিমান হানা বাড়ানো হয়। তারই জেরে সাধারণ মানুষের এত বেশি ক্ষতি হয়েছে বলে রিপোর্টে আসঙ্কা প্রকাশ করা হয়েছে। আফগান বাহিনীও বিমান হানার পরিমাণ অনেকটাই বাড়িয়েছে বলেও দাবি করা হয়েছে সেখানে।

রিপোর্টে সেফ দ্য চিলড্রেনের একটি সমীক্ষা উদ্ধৃত করে বলা হয়েছে, প্রতিদিন আফগানিস্তানে ন্যাটো ফোর্সের হামলায় গড়ে পাঁচটি শিশুর মৃত্যু হয় অথবা তারা গুরুতর আহত হয়। রিপোর্টটি পড়ে বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, বাইডেন দায়িত্ব গ্রহণ করার পরে এই পরিস্থিতির কি উন্নতি হবে? সম্প্রতি আফগানিস্তানে সাধারণ মানুষকে হত্যার দায় অস্ট্রেলিয়া যে ভাবে স্বীকার করেছে, অ্যামেরিকা কি তা করবে?

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ