হেরাতে ভূমিকম্পে কিছুদিন আগেই বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। ফের ওই অঞ্চলেই ভূমিকম্প।
আফগানিস্তানে ভূমিকম্পছবি: AFP/Getty Images
বিজ্ঞাপন
নতুন করে ভূমিকম্প আফগানিস্তানের হেরাত অঞ্চলে। রোববারের ভূমিকম্পে আবার মৃত্যু হয়েছে অনেকের। এর আগে হেরাতের ভূমিকম্পেই বহু মানুষের মৃত্যু হয়েছিল।
রোববার স্থানীয় সময় ভোর ৮টা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে হেরাত অঞ্চল। বিশেষজ্ঞদের বক্তব্য, হেরাত থেকে ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের এপিসেন্টার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক তিন।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে প্রিয়জনের খোঁজে
শনিবার আফগানিস্তানের হেরাত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৩৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Omid Haqjoo/AP/dpa/picture alliance
বাড়িঘর তছনছ
ইরানের সাথে আফগান সীমান্তের কাছে হেরাত অঞ্চলে শনিবার সকালে ভূমিকম্প হয়৷ আফগানিস্তানে ভূমিকম্প বেশ ঘন ঘন হয়, কারণ হিন্দুকুশ পর্বতের গায়ে এই দেশ৷ ভূমিকম্প হয় এই অঞ্চলের একটি জনবহুল এলাকায়৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
বারবার ভূমিকম্প
প্রথম ধাক্কার কয়েক ঘন্টার মধ্যেই আরো বেশ কয়েকবার অনুভূত হয় কম্পন৷ ১০টিরও বেশি গ্রাম তছনছ হয়ে গেছে এর ফলে৷ হেরাত এর আগে শিরোনামে আসে এক বছর দীর্ঘ খরার কারণে৷
ছবি: Benyamin Barez/AP Photo/dpa/picture alliance
চলছে নিখোঁজের খোঁজ
শক্তিশালী এই ভূমিকম্প ঘরবাড়ি ভেঙে ফেলায় উদ্ধারের কাজ সহজ হচ্ছে না৷ খালি হাতে, বা কখনো কোদাল দিয়ে চলছে ভেঙে পড়া ভবন থেকে আহতদের উদ্ধারের কাজ৷
ছবি: Mohsen KARIMI/AFP
খোলা আকাশের নীচে
জিন্দা জান জেলার সার্বোলান্দ গ্রামে বাড়িঘর একেবারে মাটিতে মিশে গিয়েছে বলে জানা গেছে৷ হাওয়ায় উড়ছে মানুষের শেষ সম্বল৷ খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন গ্রামের নারী ও শিশুরা৷
ছবি: MOHSEN KARIMI/AFP
যা আছে, তা নিয়েই...
হেরাতে বেশিরভাগ বাসায় এক ছাদের তলায় পরিবারের কয়েক প্রজন্ম একসাথে বাস করে৷ অর্থাৎ শনিবারের ভূমিকম্প স্থানীয়দের অনেকটাই ক্ষতি করেছে৷ ছবিতে দেখা যাচ্ছে ভূমিকম্পে বিধ্বস্ত বাসা থেকে কোনোমতে কিছু জিনিস বাঁচিয়ে আনতে পেরেছেন একজন৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
চারদিকে হাহাকার
ভূমিকম্পের ফলে প্রায় ১৩টি গ্রাম ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ আফগানিস্তানের গ্রামে বাসা তৈরি হয় মাটির, ভেতরে বাঁশের খুঁটি দিয়ে, যা খুবই পলকা ও এমন বড় ভূমিকম্প সইতে পারে না৷
ছবি: Omid Haqjoo/AP/dpa/picture alliance
মৃতদের কবর
ভূমিকম্পের কবলে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্থানীয় মসজিদে নিয়ে যাওয়া হয় ও তারপর নিকটবর্তী কবরস্থানে তাদের কবর দেওয়া হয়৷
ছবি: Muhammad Balabuluki/Middle East Images/AFP/Getty Images
7 ছবি1 | 7
প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর আফটার শক বা দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা তখন ছিল পাঁচ দশমিক পাঁচ। বস্তুত, মাত্র কয়েক সপ্তাহ আগেই ওই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। ঘটনায় হাজারখানেক মানুষের মৃত্যু হয়েছিল। এখনো বেশ কিছু অঞ্চলে উদ্ধারকাজ চলছে। বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ ধসে পড়েছে। এই পরিস্থিতিতেই দ্বিতীয়বার ভূমিকম্প হওয়ায় সমস্ত জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। ফলে হতাহতের হিসেবও এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। তবে এবারেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ৩৫ জন আহত হয়েছে। প্রথম ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়ায় অনেকেই বাইরে ঘুমোচ্ছিলেন।
এর আগে ৭ অক্টোবর ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানের হেরাতে। ওই ঘটনায় প্রায় হাজারদুয়েক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন প্রায় ২০ হাজার মানুষ। এখনো পর্যন্ত সমস্ত জায়গায় পৌঁছানো যায়নি বলে সংবাদমাধ্যমের দাবি।