1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে বোমা হামলায় বহু হতাহত

৬ ডিসেম্বর ২০১১

আফগানিস্তানের শিয়া মুসলমানদের উপর একাধিক বোমা হামলায় কমপক্ষে ৫৪ ব্যক্তি নিহত হয়েছে৷ রাজধানী কাবুলের একটি মাজারে আশুরা পালনকারীদের উপর হামলায় নিহত হয় ৫০ ব্যক্তি৷ মাজার-ই-শরীফে একইধরনের অপর হামলায় নিহত ৪৷

কাবুলে বোমা হামলাছবি: picture-alliance/dpa

কাবুলে হামলা

আফগান রাজধানী কাবুলে মঙ্গলবার দুপুরে একটি মাজারে বোমা বিস্ফোরণ ঘটে৷ হামলার ধরন আত্মঘাতী৷ সেদেশের শিয়া মুসলমানরা আশুরা পালনের উদ্দেশ্যে একটি মাজারে সমবেত হয়েছিল৷ আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সেই মাজারের দূরত্ব মাত্র ৫০০ মিটার৷ কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির জানান, বোমা হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা বেশি৷ হামলায় ৫০ ব্যক্তি নিহতের পাশাপাশি আহতের সংখ্যা শতাধিক বলেও জানান তিনি৷ বোমা বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী মোস্তফা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রচণ্ড শব্দ হয়েছিল, মনে হচ্ছিল আমি বধির হয়ে গেছি৷ বিস্ফোরণের ধাক্কায় মাটি থেকে তিন মিটার উপরে ছিটকে যাই৷

মাজার-ই-শরীফে হামলা

ছবি: AP

কাবুল এবং মাজার-ই-শরীফে খুব কাছাকাছি সময়ে বোমা বিস্ফোরণ ঘটে৷ মাজার-ই-শরীফের প্রধান মসজিদে যে বোমার বিস্ফোরণ ঘটেছে, সেটি সম্ভবত সাইকেলে বাঁধা ছিল৷ স্থানীয় পুলিশের উপপ্রধান আব্দুল রউফ তাজ জানিয়েছেন, আশুরা পালনকারী একদল শিয়া মুসলিম মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে৷ এতে চারব্যক্তি নিহত এবং সতের জন আহত হয়েছে, জানান তাজ৷

বিরল হামলা

আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনী কিংবা সেদেশের সরকারি কর্মকর্তাদের উপর বোমা হামলার ঘটনা শোনা গেলেও, শিয়াদের উপরে হামলাতো সচরাচর দেখা যায়না৷ সেদেশে শিয়া এবং সুন্নিদের মধ্যে বিরোধ থাকলেও এমন বড় হামলার ঘটনা বিরল৷ কাবুলের শিয়া নেতা মোহাম্মদ বাকিরও স্বীকার করেছেন, এত বড় মাত্রার হামলা সর্বশেষ কবে ঘটেছিল তিনি মনে করতে পারছেন না৷ তিনি একে আখ্যা দিয়েছেন, ‘‘আশুরার দিনে মুসলমানদের উপরে হামলা'' হিসেবে৷ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছেন, আফগানিস্তানে এই প্রথম একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়েছে৷ তবে তালেবান এই হামলার দায় স্বীকার করেনি, বরং অস্বীকার করেছে৷

উল্লেখ্য, জার্মানির বন শহরে আফগানিস্তান সম্মেলনের মাত্র একদিন পরেই আফগানিস্তানে ভয়াবহ এই বোমা হামলা হয়েছে৷ বিবিসি জানিয়েছে, আফগান নিরাপত্তা কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেছিলেন, বন সম্মেলন থেকে সবার নজর অন্যদিকে সরাতে কাবুলে হামলা হতে পারে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ