1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় কনস্যুলেটে হামলা

৪ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে সন্ত্রাসী হামলার জেরে দু'জন নিহত এবং ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গোলাগুলি এখনো চলছে৷ তবে কনস্যুলেটের সবাই অক্ষত আছেন৷

Afghanistan Angriff auf das Indische Konsulat in Mazar-i-Sharif
ছবি: Reuters/A. Usyan

রোববার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখের মাজার-ই শরিফ শহরে ভারতীয় কন্যুলেটে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়৷ কনস্যুলেটের ভেতরে সবাই তখন সাফ ফুটবল ফাইনালের ভারত-আফগানিস্তান ম্যাচ দেখছিল৷ রাস্তাঘাট ছিল ফাঁকা৷ তখনই অতর্কিত হামলা চালিয়ে কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সন্ত্রাসীরা৷ ফাইনালে ভারত আফগানিস্তানকে হারালেও কনস্যুলেটের সবাই সে জয় উদযাপনের সুযোগ পাননি৷

নিরাপত্তা কর্মীদের বাধার মুখে সন্ত্রাসীরা কনস্যুলেট ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি৷ পরে আফগান পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছায়৷

ধারণা করা হচ্ছে, হামলার প্রস্তুতি নিয়ে কনস্যুলেট ভবনের পাশের এক বাড়িতে আগে থেকেই অপেক্ষা করছিল সন্ত্রাসীরা৷ আঁধার নামার সঙ্গে সঙ্গেই তারা সেই বাড়ি থেকে বেরিয়ে হামলা শুরু করে৷

শেষ খবর অনুযায়ী, দূতাবাসের সবাই এখনো নিরাপদেই আছেন, তবে গোলাগুলি চলছে৷

ভারতীয় রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় এ পর্যন্ত এক সাধারণ নাগরিক ও পাঁচ নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছে৷ কোনো কোনো সংবাদমাধ্যমের খবরে এ পর্যন্ত দু'জন হামলাকারীর নিহত হওয়ার খবরও এসেছে৷

পাঞ্জাবের পাঠানকোটের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার পরপরই আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা চালানো হলো৷ কোনো জঙ্গি সংগঠন এখনো হামলার দায়িত্বস্বীকার করেনি৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ