1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ভারতের গুরুত্ব অক্ষুন্ন থাকবে : রিচার্ড হলব্রুক

২২ জুলাই ২০১০

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক আফগানিস্তান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব এবং তালেবান গোষ্ঠীর সঙ্গে বোঝাপড়ার উদ্যোগে ভারতের উদ্বেগ নিরসন করে বলেন, আফগানিস্তানে ভারতের গুরুত্ব অক্ষুন্ন থাকবে৷

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুকছবি: AP

কাবুলে আফগানিস্তান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক দু'দিনের সফরে বুধবার নতুনদিল্লিতে এসে পৌঁছান৷ সেখানে ভারত ও পাকিস্তানের সুসম্পর্কের ওপর জোর দিয়ে হলব্রুক বলেন, পাকিস্তানের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক ভালো হলে, তাতে ভারতেরই লাভ৷

তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে কাবুল আন্তর্জাতিক সম্মেলনে যে রোডম্যাপ তৈরি হয়েছে, তাতে ভারতের ভূমিকা কখনই খাটো করা হয়নি৷ আফগানিস্তানের পুনর্গঠনে ভারতের ভূমিকা প্রশংসনীয়৷ আফগানিস্তানে ক্ষমতার নতুন সমীকরণে পাকিস্তানকে গুরুত্ব না দিয়ে যে উপায় নেই, একথা পশ্চিমি দুনিয়া মেনে নিয়েছে৷ কারণ পাকিস্তানের সমর্থন বিনা আফগানিস্তান স্থিতিশীল হবেনা৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে হলব্রুকছবি: AP

তালেবান গোষ্ঠীর সঙ্গে বোঝাপড়ায় পাকিস্তানের অগ্রণী ভূমিকায় ভারতের উদ্বেগকে অমূলক আখ্যা দিয়ে হলব্রুক বলেন, তালেবান বা পাকিস্তান কখনই কুক্ষিগত করতে পারবেনা আফগানিস্তানকে৷ যদিও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে তালেবান পক্ষের যোগসাজসের কথা কার্যত স্বীকার করেন হলব্রুক৷ আফগানিস্তানে ভারত ও পাকিস্তানের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখা মার্কণ যুক্তরাষ্ট্রের কাছে এক চ্যালেঞ্জ৷ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে উভয় দেশকেই কাছে পাওয়া জরুরি৷

আফগানিস্তানে শান্তি ফেরানোর আন্তর্জাতিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিদ্যুত চক্রবর্তী ডয়চে ভেলেকে বলেন, আফগানিস্তানে শান্তি ফেরাতে ভারত-পাকিস্তান উভয় দেশকেই সচেষ্ট হতে হবে৷ তালেবান গোষ্ঠীকে বশে আনতে পাকিস্তানের ভূমিকা অনস্বীকার্য৷ এই সমস্যা ভারতের মত পাকিস্তানের পক্ষেও বিপজ্জনক৷ তালেবান দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করবে৷ কারণ দক্ষিণ এশিয়ায় অ্যামেরিকার বাণিজ্যিক স্বার্থ বড় বালাই৷ তবে আগামী দিনে আফগানিস্তানের বাস্তবতার মোকাবিলায় ভারতকে সতর্ক পদক্ষেপ নিতে হবে বলে তিনি মনে করেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ