1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগআফগানিস্তান

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২০০০ এর বেশি: তালেবান

৮ অক্টোবর ২০২৩

ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আর একের পর এক পরবর্তী কম্পনে বিপর্যস্ত আফগানিস্তানের পশ্চিমাঞ্চল৷ ধ্বংস হয়ে গেছে অনেক গ্রাম৷ মৃত্যুবরণ করেছেন শত শত মানুষ৷ ভূমিকম্প অনুভূত হয়েছে পার্শ্ববর্তী ইরানেও৷

ভূমিকম্পে ধ্বসে পড়া বাড়ির ধ্বংসাবশেষের উপরে বসে আছেন দুই আফগান
ধ্বংসস্তূপ সরানো হলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷ ছবি: MOHSEN KARIMI/AFP

তালেবান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷  শনিবার সকালে হেরাত শহরের ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা-ইউএসজিএস৷

তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০৫৩ জন এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন৷ আহত হয়েছেন ৯২৪০ জন৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাত প্রদেশে অন্তত ৬০০ বাড়িঘর ধুলিস্যাৎ হয়ে গেছে৷ শত শত মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন৷ আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার৷ ধ্বংসস্তূপ সরানো হলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷ 

আরব, ভারত ও ইউরেশীয় প্লেটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আফগানিস্তান প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়ে৷ ২০২২ সালের জুনের ভূমিকম্পে দেশটিতে হাজারের বেশি মানুষ মারা গেছেন

কয়েক যুগের সংঘাতের কারণে দরিদ্র আফগানিস্তানে দুর্বল অবকাঠামোতে তৈরি বাড়িঘরগুলো ভূমিকম্পে এত প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করা হয়৷

এফএস/এআই (এপি,ডিপিএ, রয়টার্স)

গত মাসে মরক্কোর ভূমিকম্প নিয়ে ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ