আফগানিস্তানের উত্তরে একটি মসজিদ আর একটি মাদ্রাসায় শুক্রবার বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
তালেবানের সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কুন্দুজ প্রদেশের ইমাম সাহেব শহরে ওই হামলায় আহত হয়েছেন আরও ৪৩ জন৷ আহত ও নিহতদের বেশিরভাগই মাদ্রাসা শিক্ষার্থী৷
কেউ এই হামলার দায় স্বীকার না করলেও আফগানিস্তানের ইসলামিক স্টেট একদিন আগে শিয়া মসজিদসহ বেশ কয়েকটি এলাকায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে৷ গত বৃহস্পতিবার মাজার-ই-শরিফে শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হন৷
আফগানিস্তান যুদ্ধের যত ক্ষয়ক্ষতি
আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নেয়া হচ্ছে মার্কিন সেনাদের৷ দেড় যুগেরও বেশি আগে শুরু হওয়া এই যুদ্ধের ক্ষয়ক্ষতির বিস্তারিত দেখুন ছবিঘরে৷
ছবি: Hoshang Hashimi/AP Photo/picture alliance
আফগানিস্তান যুদ্ধ নিয়ে গবেষণা
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি৷ গবেষণায় নিহতের সংখ্যা, যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণসহ নানা দিক বেরিয়ে এসেছে৷ এ যুদ্ধে পাকিস্তানের কেমন ক্ষতি হয়েছে উঠে এসেছে সেই তথ্যও৷
ছবি: DW/S. Tanha
নিহতের সংখ্যা
২০০১ সালের অক্টোবর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দুই লক্ষ ৪১ হাজার মানুষ মারা গেছেন৷
ছবি: picture-alliance/ASSOCIATED PRESS/R. Gul
আছে বেসামরিক লোকও
এই দুই দশকে পাকিস্তান ও আফগানিস্তানের ৭১ হাজারের বেশি বেসামরিক মানুষ মারা গেছেন৷ তাছাড়া দুই হাজার চারশ ৪২ জন মার্কিন সেনা, প্রতিরক্ষা দপ্তরের ছয়জন বেসামরিক লোক, তিন হাজার নয়শ ৩৬ জন মার্কিন ঠিকাদার এবং যুক্তরাষ্ট্রের মিত্র জোটের এক হাজার একশ ৪৪ জন সেনা মারা গেছেন৷ যুদ্ধে ৬৬ হাজার থেকে ৬৯ হাজার আফগান সেনা ও পুলিশ মারা গেছে, পাকিস্তানের সেনা মারা গেছে ৯,৩১৪ জন৷
ছবি: picture alliance/dpa/J. Jalali
আছে সাংবাদিক ও মানবাধিকারকর্মীও
গবেষণা পত্রটি বলছে, এ সময়ের মধ্যে ১৩৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং ৫৪৯ জন মানবাধিকারকর্মী মারা গেছেন৷
ছবি: Getty Images/AFP/Shah Marai
সংখ্যা আরো বেশি হতে পারে
গবেষণায় সরাসরি যুদ্ধে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে৷ কিন্তু যুদ্ধ চলাকালীন রোগবালাই, খাবার কিংবা পানির সংকটেও আরো অনেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
ব্যয়ের পরিমাণ
যুদ্ধ চলাকালীন এ বিশ বছরে মার্কিন যুত্তরাষ্ট্রকে গুণতে হয়েছে দুই দশমিক দুই ছয় ট্রিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Imago Images/Zuma/A. Dinner
সৈন্য ফেরত নেওয়ার ঘোষণা
গত বুধবার আফগানিস্তান থেকে নিজেদের সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ ১ মে থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার কথা বলেন তিনি৷ এদিকে, বাইডেনের ঘোষণার পর ন্যাটো বাহিনীও তার সদস্যদের ফিরিয়ে আনার কথা জানায়৷
ছবি: Andrew Harnik/AFP/Getty Images
7 ছবি1 | 7
শুক্রবারের এই হামলাকে জাতিসংঘ ‘ভয়াবহ' বলে উল্লেখ করেছে৷ আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ উপ-প্রতিনিধি রমিজ আলাকবারোভ একটি টুইটে বলেছেন, ‘‘অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত এবং এই ঘটনার ন্যায়বিচার হওয়া উচিত৷''
গত আগস্টে ক্ষমতা দখলে নেয়ার পর থেকেই স্থানীয় ইসলামিক স্টেটের সাথে দ্বন্দ্বে লিপ্ত তালেবান৷ গত অক্টোবরে কুন্দুজের শিয়া মসজিদে ৫০ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছিল স্থানীয় আইএস-কে৷ নভেম্বরে পূর্বাঞ্চলের নানগড়হার প্রদেশে আইএস-কের গোপন ঘাঁটিগুলোতে হামলা চালায় তালেবানের গোয়েন্দা ইউনিট৷ ধারণা করা হয় সেখানেই আইএস-কের সদরদপ্তর৷ এরপর থেকে আইএস-কে মোটামুটি নিষ্ক্রিয় ছিল৷ কিন্তু চলতি মাসের শুরু থেকে আবারও সক্রিয় হয়েছে তারা৷ এদিকে, তালেবান জানিয়েছে, বাল্ক প্রদেশ থেকে তারা আইএস-কের সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে৷
কাবুল বিমানবন্দরের ভয়াবহ ছবি
রোববারই কাবুল দখল করেছে তালেবান। শহর ঘিরে রেখেছে তারা। বিমানবন্দরে পালাতে চাওয়া মানুষের ভিড়। বিমানের মাথায় মানুষ। ভিড়ের চাপে মৃত সাত।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
বিমান না বাস
উপমহাদেশে বাসের মাথায় অনেকসময় মানুষ চড়েন, ট্রেনের মাথাতেও মাঝেমধ্যে দেখা যায় তাদের। কিন্তু তাই বলে বিমানের মাথায় মানুষ! সেই দৃশ্যও দেখা গেল কাবুল বিমানবন্দরে। কাবুল ছাড়ার জন্য কিছু মানুষ এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
প্রবল ভিড়
যেদিকে দেখা যায়, সেদিকেই মানুষের মাথা। পিলপিল করছে মানুষ। বিমানবন্দরের ভিতরের ছবি।
ছবি: AFP
কোথায় যাবেন
কোথায় যাবেন জানা নেই। তাদের কাছে টিকিট নেই, ভিসা নেই, আছে শুধু অনিশ্চিত ভবিষ্যতের ভয় এবং পালানোর মরিয়া প্রয়াস।
ছবি: AP Photo/picture alliance
পাঁচিল ও কাঁটাতারের বেড়া টপকে
বিমানবন্দরে উঁচু পাঁচিল, তার উপরে কাঁটাতারের বেড়া। সে সব টপকে মানুষ ঢুকেছেন বিমানবন্দরে। ছবিতে একটি মেয়েকে পাঁচিলে টেনে তুলছেন এক পুরুষ।
ছবি: REUTERS
যে কোনো ভাবে ঢোকার চেষ্টা
বিমানে যে কোনো ভাবে ঢোকার চেষ্টা করেছেন মানুষ। একমাত্র বিমানেই কাবুল তথা আফগানিস্তানের বাইরে যাওয়া যাবে। তাই মরিয়া হয়ে উঠেছে মানুষ।
ছবি: AP Photo/picture alliance
বাইরে গাড়ি রেখে
মানুষ এতটাই বেপরোয়া, যে বিমানবন্দরের বাইরে গাড়ি রেখে পরিবারের সকলকে নিয়ে তারা ছুটছেন ভিতরে ঢোকার জন্য।
ছবি: REUTERS
নারী ও শিশুরাও
শুধু পুরুষরা নয়। নারী ও শিশুদেরও দেখা গেছে বিমানবন্দরে ঢুকে প্লেন ধরার মরিয়া চেষ্টা করতে।
ছবি: REUTERS
বাইরে তালেবান প্রহরা
বিমানবন্দরের বাইরে সতর্ক পাহারায় তালেবান। বন্দুক হাতে তারা প্রহরারত।
ছবি: REUTERS
ভিড়ের চাপে
প্রবল ভিড় এবং বিশৃঙ্খলার শিকার হলেন অন্ততপক্ষে সাতজন। পালাতে চেয়েছিলেন তারা। পারলেন না। চলে গেলেন না ফেরার দেশে।
ছবি: AFP/Getty Images
মার্কিন বিমানবাহিনীর বিমান
কাবুল বিমানবন্দরের উপরে মার্কিন বিমানবাহিনীর বিমান। এই বিমানবন্দর এখনো অ্যামেরিকার দখলে।
ছবি: ASVAKA NEWS via REUTERS
বিমান ঘিরে সেনা
পরিস্থিতি দেখে মার্কিন সেনা বিমানগুলি ঘিরে ধরে। আফগান জনতা দূর থেকে দেখছেন। তারা তখনো আশায় যে, বিমানে করে চলে যেতে পারবেন।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
নামতে পারল না
বিমানবন্দরের এমন অবস্থা ছিল যে, সোমবার জার্মান সেনাবাহিনীর বিমান সেখানে নামতে পর্যন্ত পারেনি।