1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুস পুনর্দখলের চেষ্টায় আফগানিস্তান

৩০ সেপ্টেম্বর ২০১৫

কুন্দুস ফিরিয়ে আনার জন্য কাবুল ও মাজার-ই-শরিফে ইতিমধ্যে সেনা পাঠিয়েছে আফগান সরকার৷ আর এ যুদ্ধে আফগানিস্তানের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র৷ দেখুন মার্কিন জঙ্গি বিমানগুলো কীভাবে তালিবানের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে৷

Afghanistan Einnahme Kundus durch Taliban
ছবি: Reuters

জঙ্গি গোষ্ঠী তালিবান যেভাবে হঠাৎ করে কুন্দুস শহর দখল করে নেয়, তা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির জন্য চরম বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছিল৷ তাই এখন তাদের হটিয়ে শহরটি পুনর্দখলের জন্য জোরালো চেষ্টা শুরু করেছে আফগান সরকার৷ প্রেসিডেন্ট গনি জানান, বিদ্রোহীরা শহরের বেসামরিক নাগরিকদের মানব বর্ম হিসেবে ব্যবহার করছে৷ তাঁর কথায়, আফগানিস্তান এখনও তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি, কিন্তু তাদের আগে নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে হবে৷

ওদিকে আফগান পুলিশের এক মুখপাত্র দাবি করেন, তালিবানকে হটিয়ে তারা এর মধ্যে কুন্দুসের পুলিশ সদর দপ্তর ও কারাগার পুনর্দখল করেছে এবং খুব তাড়াতাড়ি পুরো শহরটি তাদের দখলে আবারো ফিরে আসবে৷

বলা বাহুল্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান অভিযান শুরু হওয়ার পর তালিবান এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়েছে৷

ডিজি/এসবি (এপি, এএফপি. রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ