1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে রেড ক্রস কর্মী অপহৃত

আবদুস সাত্তার২৭ সেপ্টেম্বর ২০০৭

দুই জন বিদেশী সহ রেড ক্রসের চার জন কর্মীকে আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে অপহরণ করা হয়েছে এবং ডেনমার্কের দুই জন সৈন্যকে তালেবানরা এক আক্রমনে হত্যা করেছে বলে কর্মকর্তারা আজ জানিয়েছেন৷

ছবি: AP

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মীদের অপহরণ করা হয় কাবুলের প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বুধবার৷ তাঁরা অপহৃত জার্মান ইন্জিনিয়ারের মুক্তি অর্জনের এক মিশনে গিয়েছিলেন৷ জার্মান ইন্জিনিয়ার অপহৃত হয়েছেন দশ সপ্তাহ আগে৷ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন৷

রেড ক্রস বলেছে, তার কর্মীরা বুধবার তাদের মিশন শেষে আর ফিরে আসেন নি৷ নতুন এই অপহরণের খবর পাওয়া যায় বেশ কিছু বিদেশী অপহরণের পর৷ অনেকের দাবি এই অপহরণগুলো করে হয় উগ্রপন্থী তালোনরা না হয় কিছু অপরাধী অর্থের বিনিময়ে৷ তালেবাদের একজন মুখপাত্র বলেছেন, তাদের গোষ্ঠী রেড ক্রস কর্মীদের অপহরণের সঙ্গে জড়িত নয়৷

উগ্রপন্থী ইসলামি তালেবান গোষ্ঠী দুই হাজার এক সালে আফগানিস্তানে ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই আক্রমন শুরু করে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেন বোমা হামলার পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তারা ক্ষমত থেকে বিতাড়িত হয়৷ নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানের আল-কায়দা নেতাদের দায়ী করা হয়৷

চলতি বছর বিদ্রোহীরা তাদের আক্রমন জোরদার করেছে৷ পাঁচ শ এর মত মারা গেছে-বেশির ভাগই বিদ্রোহী৷ সরকারী রিপোর্ট ভিত্তিক ফরাসী বার্তা প্রতিষ্ঠান এএফপি এর এক পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে৷

সর্বশেষ ঘটনায় তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে আক্রমন চালিয়ে ডেনমার্কের দুই জন সৈন্যকে হত্যা করে৷ জেনমার্কের সেনাবাহিনী আজ এ কথা জানিয়েছে৷ তৃতীয় এক ডেনিশ সৈন্য আহত হয়েছে-সেনাবাহিনীর এক বিবৃতিতে থেকে এ কথা জানা গেছে৷

আফগানিস্তানে আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী আইসাফ এ মোতায়েন রয়েছে নাটো এর নেতৃত্বাধীন চল্লিশ হাজার সৈন্য৷ এতে ডেনমার্কের সৈন্য সংখ্যা হচ্ছে আনুমানিক চার হাজার৷ এদেরকে প্রধানত মোতায়েন করা হয়েছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্ড প্রদেশে৷

সর্বশেষ মৃতের সংখ্যা সহ চলতি বছর আফগানিস্তানে ১৭৫ জন আন্তর্জাতিক সৈন্য নিহত হয়েছে বিভিন্ন সংঘর্ষে- বেশির ভাগই উগ্রপন্থী তালেবানদের সঙ্গে ৷

আফগানিস্তানের দক্ষিণে তালেবানদের সাথে দুটি বড় যুদ্ধের একটিতে মার্কিন নেতৃত্বাধীন একটি পৃথক বাহিনীর একজন সৈন্য গত মঙ্গলবার নিহত হয়েছে৷ আর নিহত তালেবানদের সংখ্যা হচ্ছে আনুমানিক ১৭০ জন৷ পাকিস্তানের সীমান্তে পূর্ব কুনার প্রদেশে আইসাফ বাহিনীর এক আক্রমনে সরকারী কর্মকর্তাদের মতে, কমপক্ষে ১৮জন সৈন্য নিহত হয়েছে৷ আহতো হয়েছে অনেকে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ