1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক

৪ ফেব্রুয়ারি ২০১৩

আফগানিস্তান ও পাকিস্তানের দুই প্রেসিডেন্ট আগামী ছয় মাসের মধ্যে এক শান্তি চুক্তির ঘোষণা করেছেন৷ এদিকে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানালো মালালা ইউসুফজাই৷

ছবি: dapd

প্রধানমন্ত্রী ক্যামেরন রবিবার রাতে কারজাই ও জারদারির জন্য একান্তে নৈশভোজের আয়োজন করেন৷ মূল আলোচনা শুরু হয় সোমবার সকালে৷ উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কাবুল ও সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে এমন ত্রিপাক্ষিক আলোচনা আয়োজন করা হয়েছিল৷ লন্ডন বৈঠকের মাস ছয়েক মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান কারজাই ও জারদারি৷ তাছাড়া, তালেবানকে আলোচনায় অংশ নিতে উৎসাহ দিতে কাতারের রাজধানী দোহায় একটি দপ্তর খোলা হবে৷ দলমত নির্বিশেষে আফগানিস্তানে যে শান্তি পরিষদ গঠন করা হয়েছে, সেই পরিষদই তালেবানের সঙ্গে সংলাপ চালাতে পারবে৷

সোমবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি-জারদারির সঙ্গে ক্যামেরনের এই ত্রিপাক্ষিক আলোচনার মূল উদ্দেশ্য ছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে উৎসাহ দেওয়া৷ কারণ ২০১৪ সালে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলে গোটা অঞ্চলে গৃহযুদ্ধ বেঁধে যাবার আশঙ্কা করছেন অনেকে৷

আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ব্রিটেনছবি: Reuters

ব্রিটেন সেইসঙ্গে তালিবানকেও আলোচনার টেবিলে আনতে চায়৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, আফগানিস্তানে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার এটাই সঠিক সময়৷ উল্লেখ্য, সম্প্রতি আফগান সরকার বেশ কয়েকজন তালেবান বন্দিকে মুক্তি দিয়ে সংলাপে সদিচ্ছা দেখানোর চেষ্টা করেছে৷ এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কারজাই বলেছেন, আফগানিস্তানে শান্তির পথে তালেবান মূল অন্তরায় নয়, বিদেশি শক্তির হস্তক্ষেপের ফলেই সমস্যা হচ্ছে৷

আফগানিস্তান ও পাকিস্তানে সব ক্ষমতা যে শুধু রাজনীতিকদের হাতে নেই, সে বিষয়ে বাকি বিশ্বের তেমন কোনো সন্দেহ নেই৷ তাই লন্ডনের আলোচনায় ক্ষমতাকেন্দ্রের সব পক্ষকেই স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে৷ দুই দেশের প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন দুই পররাষ্ট্রমন্ত্রী, দুই দেশের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরাও৷ আফগানিস্তানের শান্তি পরিষদের প্রধানও দেশের মূল স্রোতের সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করেছেন৷

পাকিস্তানের সক্রিয় ও আন্তরিক সহযোগিতা ছাড়া আফগানিস্তানে স্থায়ী শান্তি কার্যত অসম্ভব, সে বিষয়ে কারো মনে কোনো সন্দেহ নেই৷ কারজাই ও ওবামা প্রশাসন বার বার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগ এনেছেন৷

এদিকে ব্রিটেনে আফগানিস্তান সংক্রান্ত আলোচনার ঠিক আগেই সোমবার টেলিভিশনের পর্দায় দেখা গেল মালালা ইউসুফজাইকে৷ পাকিস্তানে তালেবানের গুলিতে আহত মালালাকে চিকিৎসার জন্য ব্রিটেনে আনা হয়েছিল৷ ঠোঁটের উপর দিকটা এখনো আড়ষ্ট থাকলেও ১৫ বছরের কিশোরী মালালা এক ভিডিও বার্তায় জানায়, সে প্রতি দিন একটু একটু করে সেরে উঠছে৷ বার্মিংহ্যামের এক হাসপাতাল সূত্র থেকে তার আগে বলা হয়, মালালার মাথার খুলি আবার আগের অবস্থায় নিয়ে যেতে অপারেশন করা হয়েছে৷ সে এখন আবার কানে শুনতেও পারছে৷ মালালার আরোগ্যের মধ্যেই আফগানিস্তান-পাকিস্তানে শান্তির প্রতীকি সূচনার আশা করছেন কেউ কেউ৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ