তালেবান জঙ্গিরা পশ্চিম ফারাহ রাজ্যে এ হামলা চালিয়ে ১৮ সেনাসদস্যকে হত্যা করে৷ এছাড়া তথকথিত জঙ্গি সংগঠন আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় কাবুলে আরো দু’জন মারা গেছেন৷
বিজ্ঞাপন
শুক্রাবার রাতে আফগান সেনা ফাঁড়িতে তালেবান জঙ্গিরা হামলা চালায়৷ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, হামলায় ১৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন৷
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, ‘‘তালেবান জঙ্গিদের একটি বড় দল এসে সেনা ফাঁড়িতে হামলা চালায়৷ এতে ১৮ সেনা নিহত ও দুই জন আহত হয়েছেন৷’’
এদিকে, শনিবার কাবুলের কূটনৈতিক এলাকায় এক ‘আইএস’ জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে দু’জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, বোমা হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের শাশ দারাক এলাকায় ন্যাটো কার্যালয়ের কাছে৷
এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে আরেকটি বোমা হামলায় তিনজন নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছেন৷
শনিবার সকালে এক গাড়ি বোমা হামলাকারীকে গুলি করেছে আফগান সেনারা৷
এর আগে, গত ২৭ জানুয়ারি এক তালেবান সদস্যের আত্মঘাতী বোমা হামলায় একশ’রও বেশি মানুষ মারা যায়৷ আহত হয় কমপক্ষে ২৩৫ জন৷ জাতিসংঘ বলছে, ২০১৭ সালে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছে আফগানিস্তানে৷
জেডএ/এসিবি (এপি, রয়টার্স)
আফগানিস্তানে বাড়ছে আফিম চাষ
আফগান চাষীরা আবারো বেশি করে ঝুঁকছেন আফিম চাষের দিকে৷ এর মধ্যেই উৎপাদনের পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে৷
ছবি: AP
বিশ্ব নেতা
আফিম চাষের দিক থেকে বিশ্বের কোনো দেশই আফগানিস্তানকে টেক্কা দিতে পারবে না – তাই এক্ষেত্রে আফগানিস্তানকে ‘বিশ্ব নেতা’ বলা যেতে পারে৷ ২০১৩ সালে দেশটিতে ২ লাখ ৯ হাজার হেক্টর জমিতে পপি ফুলের চাষ হয়েছে৷ এই পপি ফুলের বীজ থেকেই তৈরি হয় আফিম এবং হেরোইন৷ বিশ্বের অন্তত ৯০ ভাগ চেতনানাশক মাদক উৎপাদন হয় এখানে৷
ছবি: dapd
বৃহৎ জমি, ব্যাপক উৎপাদন
২০১৩ সালের নভেম্বরে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় যে, ২০১৩ সালে এর আগের বছর, মানে ২০১২ সালের তুলনায় আফিমের উৎপাদন ৫০ ভাগ বেড়েছে৷
ছবি: picture-alliance/dpa
সেনা প্রত্যাহার কি সঠিক সিদ্ধান্ত?
এই হারে আফিমের উৎপাদন বাড়ায় আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়টি ভাবিয়ে তুলেছে জাতিসংঘকে৷ ধারণা করা হচ্ছে, সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নিরাপত্তা এবং অর্থনীতির যে ক্ষতি হবে তা পোষাতে আফিমের উৎপাদন আরো বাড়াতে বাধ্য হবেন চাষীরা৷
ছবি: picture alliance/dpa
কোটি কোটি টাকার বাণিজ্য
জাতিসংঘের অনুমান, ২০১৩ সালে আফগানিস্তানে যে পরিমাণ আফিম উৎপাদন হয়েছে তার মূল্য অন্ততপক্ষে ৯৫ কোটি মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/ dpa/dpaweb
অর্থের মোহ
স্বল্প উৎপাদনে বিপুল লাভের কারণে পপি উৎপাদনে চাষীদের লোভ বাড়ছে৷ এক কেজি আফিম আফগানিস্তানে বিক্রি হয় ১৫০ মার্কিন ডলারে৷ ফলে এটা তাঁদের জন্য একটি লাভজনক বিনিয়োগে পরিণত হয়েছে৷
ছবি: Getty Images
হেলমন্দ – সমস্যাগ্রস্ত প্রদেশ
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে গত বছর যে পরিমাণ আফিম উৎপাদন হয়েছে তার অর্ধেক উৎপাদন হয়েছে দেশটির হেলমন্দ প্রদেশে৷ এই প্রদেশটি জঙ্গি গোষ্ঠী তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
বৃথা লড়াই
মাদকবিরোধী লড়াইয়ে আফগানিস্তানকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র৷ ২০১৩ সালেই দু’দেশের মধ্যে ২৫ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি সই হয়েছে৷ আফগান সরকারের তথ্য অনুযায়ী, দেশের অন্তত ২ লাখ পরিবার আফিম চাষের উপর নির্ভরশীল৷
ছবি: AP
মাদক বাণিজ্য তালেবানের জন্য লাভজনক
আফগানিস্তানের এই মাদক বাণিজ্য থেকে একটা বড় লাভের অংশ যায় তালেবানের হাতে৷ কাবুল সরকার এবং আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অর্থের জন্য আফিম চাষীরা বরাবরই তাদের লাভের একটা অংশ তালেবান জঙ্গিদের হাতে তুলে দেয়৷
ছবি: AP
মাদকাসক্ত শিশু
ব্যাপক উৎপাদনের সাথে ব্যাপক আসক্তির ব্যাপারটাও জড়িত৷ আফগানিস্তানে কেবল যে মাদক উৎপাদন হচ্ছে তাই না, স্থানীয়রা এই মাদক বেচা-কেনাও করে৷ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো দেশে ১৫ লাখ মানুষ মাদকাসক্ত এবং এদের মধ্যে ৩ লাখই নাকি শিশু৷