1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে সেনা ফাঁড়িতে হামলা, নিহত ১৮ সেনা

২৪ ফেব্রুয়ারি ২০১৮

তালেবান জঙ্গিরা পশ্চিম ফারাহ রাজ্যে এ হামলা চালিয়ে ১৮ সেনাসদস্যকে হত্যা করে৷ এছাড়া  তথকথিত জঙ্গি সংগঠন আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় কাবুলে আরো দু’জন মারা গেছেন৷ 

Afghanistan Kabul Angriffe auf Sicherheitskräfte
ছবি: Reuters/M. Ismail

শুক্রাবার রাতে আফগান সেনা ফাঁড়িতে তালেবান জঙ্গিরা হামলা চালায়৷ শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, হামলায় ১৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কয়েকজন৷ 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, ‘‘তালেবান জঙ্গিদের একটি বড় দল এসে সেনা ফাঁড়িতে হামলা চালায়৷ এতে ১৮ সেনা নিহত ও দুই জন আহত হয়েছেন৷’’ 
এদিকে, শনিবার কাবুলের কূটনৈতিক এলাকায় এক ‘আইএস’ জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে দু’জন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন৷ 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান, বোমা হামলার ঘটনাটি ঘটেছে কাবুলের শাশ দারাক এলাকায় ন্যাটো কার্যালয়ের কাছে৷
এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানাচ্ছে যে, দেশটির দক্ষিণাঞ্চলে আরেকটি বোমা হামলায় তিনজন নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্য নিহত হয়েছেন৷  
শনিবার সকালে এক গাড়ি বোমা হামলাকারীকে গুলি করেছে আফগান সেনারা৷ 
এর আগে, গত ২৭ জানুয়ারি এক তালেবান সদস্যের আত্মঘাতী বোমা হামলায় একশ’রও বেশি মানুষ মারা যায়৷ আহত হয় কমপক্ষে ২৩৫ জন৷ জাতিসংঘ বলছে, ২০১৭ সালে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছে আফগানিস্তানে৷ 
জেডএ/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ