1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে সেনা মৃত্যুর হার বাড়ছে

৮ নভেম্বর ২০১৪

তালেবানের বিরুদ্ধে সরাসরি যু্দ্ধে ন্যাটো বাহিনী আর থাকছেনা৷ নেতৃত্বে চলে আসছে আফগান বাহিনী৷ ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ জানিয়েছেন, এর ফলে আফগান সেনাদের মৃত্যুহারও বাড়ছে৷

Mitglieder der "Afghan Local Police" in Kundus
ছবি: DW/M. Thörner

নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার পর তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যায় ন্যাটো বাহিনী৷ গত ১৩ বছরে এ যুদ্ধে ২,২১০ জন মার্কিনসহ মোট সাড়ে তিন হাজার বিদেশি সৈন্য মারা গেছে৷ মার্কিন এবং ন্যাটোভুক্ত অন্য দেশগুলো নিজেদের সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধক্ষেত্র থেকে তাদের সরিয়ে আফগানদের প্রশিক্ষণ দেয়া এবং অন্যান্য কাজে নিয়োজিত করছে৷ ফলে যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব নিচ্ছে আফগান সেনারা৷ শুক্রবার ন্যাটোর নবনির্বাচিত মহাসচিব জেনস স্টলেনবার্গ জানান, এর ফলে যু্দ্ধে আফগান সেনাদের মৃত্যুহার বাড়ছে৷ ২০১৩ সালে যেখানে সব মিলিয়ে ৪,৩৫০ জন আফগান সেনা যুদ্ধে প্রাণ দিয়েছিল, সেখানে এ বছর ১০ মাসেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৩৪৷

এ বছরের মধ্যেই আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সৈন্য পুরোপুরি সরিয়ে নেবে ন্যাটো৷ তারপর আফগান সেনাদের প্রশিক্ষণ দেয়াসহ অন্য কিছু সহায়ক কাজের জন্য মোট ১২ হাজার বিদেশি সৈন্য থাকবে আফগানিস্তানে৷

গত ১ অক্টোবর ন্যাটোর মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আফগানিস্তান সফরে গেলেন জেনস স্টলেনবার্গ৷ বৃহস্পতিবার তিনি আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাত করেন৷ স্টলেনবার্গ শুক্রবার গিয়েছিলেন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর হেরাতে৷ সেখানে ইটালির সেনাঘাঁটিতে গিয়ে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান৷ তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ইটালির ৫৩ জন সৈন্য প্রাণ হারিয়েছেন৷

জেনস স্টলেনবার্গ জানান, ন্যাটো ভবিষ্যতেও আফগানিস্তানের পাশে থাকবে৷ এ বছর সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং বেতন-ভাতার ব্যয় সংকুলানের জন্য আফগান সরকারকে ৪১ লক্ষ ডলার দেবে ন্যাটো৷

এসিবি/ জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ