1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে সৈন্য অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

১ সেপ্টেম্বর ২০১৯

প্রায় ১৮ বছর ধরে মার্কিন সৈন্যেদের উপস্থিতি রয়েছে আফগানিস্তানে৷ এবার দেশটি  থেকে পাঁচ হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ফলে সেখানে মার্কিন সৈন্যের সংখ্যা হবে আট হাজার ছয়শ৷

Afghanistan Zabul - U.S. Soldat
ছবি: picture-alliance/dpa/ISAF

ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে  ট্রাম্প বলেন, ‘‘আমরা ধীরে ধীরে আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আনব৷ তবে আমরা সেখানে আমাদের উপস্থিতি রাখব৷''

মার্কিন যুক্তরাষ্টের সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধ হলো আফগানিস্তান যুদ্ধ৷ দেশটিতে প্রায় এক লাখ মার্কিন সৈন্য ছিল৷ আঠারো বছর পর এ সংখ্যা আট হজারে এসে দাঁড়াবে৷ 

তবে সৈন্য সংখ্যা কমিয়ে আনলেও এ বিষয়ে হুমকি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ‘‘কোন সন্ত্রাসীগোষ্ঠী আফগানিস্তান থেকে অ্যামেরিকাকে আক্রমন করলে আমরা এমন ভয়ানকভাবে ফিরে আসব যে, তারা এতো ভয়ানক রূপ কখনোই দেখেনি৷''

প্রায় ১৮ বছর ধরে চলা যুদ্ধে অ্যামেরিকা ছাড়াও ন্যাটো সদস্য জার্মানি এবং যুক্তরাজ্যের সৈন্যও আফগানিস্তানে মোতায়েন রয়েছে৷ এর মধ্যে রয়েছে  জার্মানির ১৩শ' ও ব্রিটেনের ১১শ' সৈন্য৷

উল্লেখ্য, কাতারের দোহাতে তালেবান নেতাদের সাথে মার্কিন কতৃপক্ষের আফগানিস্তানের ভবিষ্যৎ বিষয়ে‘শান্তি আলোচনা' চলছে৷ তবে এ আলোচনায় আফগান সরকারের অংশগ্রহণ নেই৷ তাই  এ উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে বা আফগানিস্তানের জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে দেশটির সরকার ৷ এদিকে আফগানিস্তান বিষয়ে কোন মতৈক্যে পৌঁছাতে তালেবানরা যে শর্ত দিয়েছে এর মধ্যে অন্যতম হলো দেশটি থেকে মার্কিন সৈন্যদের পুরোপুরি ফিরিয়ে নেওয়া৷

আরআর/কেএম (এপি, ডিপিএ) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ