1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে সৈন্য অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

১ সেপ্টেম্বর ২০১৯

প্রায় ১৮ বছর ধরে মার্কিন সৈন্যেদের উপস্থিতি রয়েছে আফগানিস্তানে৷ এবার দেশটি  থেকে পাঁচ হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ফলে সেখানে মার্কিন সৈন্যের সংখ্যা হবে আট হাজার ছয়শ৷

Afghanistan Zabul - U.S. Soldat
ছবি: picture-alliance/dpa/ISAF

ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে  ট্রাম্প বলেন, ‘‘আমরা ধীরে ধীরে আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা কমিয়ে আনব৷ তবে আমরা সেখানে আমাদের উপস্থিতি রাখব৷''

মার্কিন যুক্তরাষ্টের সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধ হলো আফগানিস্তান যুদ্ধ৷ দেশটিতে প্রায় এক লাখ মার্কিন সৈন্য ছিল৷ আঠারো বছর পর এ সংখ্যা আট হজারে এসে দাঁড়াবে৷ 

তবে সৈন্য সংখ্যা কমিয়ে আনলেও এ বিষয়ে হুমকি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ‘‘কোন সন্ত্রাসীগোষ্ঠী আফগানিস্তান থেকে অ্যামেরিকাকে আক্রমন করলে আমরা এমন ভয়ানকভাবে ফিরে আসব যে, তারা এতো ভয়ানক রূপ কখনোই দেখেনি৷''

প্রায় ১৮ বছর ধরে চলা যুদ্ধে অ্যামেরিকা ছাড়াও ন্যাটো সদস্য জার্মানি এবং যুক্তরাজ্যের সৈন্যও আফগানিস্তানে মোতায়েন রয়েছে৷ এর মধ্যে রয়েছে  জার্মানির ১৩শ' ও ব্রিটেনের ১১শ' সৈন্য৷

উল্লেখ্য, কাতারের দোহাতে তালেবান নেতাদের সাথে মার্কিন কতৃপক্ষের আফগানিস্তানের ভবিষ্যৎ বিষয়ে‘শান্তি আলোচনা' চলছে৷ তবে এ আলোচনায় আফগান সরকারের অংশগ্রহণ নেই৷ তাই  এ উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে বা আফগানিস্তানের জন্য কতটা ইতিবাচক হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে দেশটির সরকার ৷ এদিকে আফগানিস্তান বিষয়ে কোন মতৈক্যে পৌঁছাতে তালেবানরা যে শর্ত দিয়েছে এর মধ্যে অন্যতম হলো দেশটি থেকে মার্কিন সৈন্যদের পুরোপুরি ফিরিয়ে নেওয়া৷

আরআর/কেএম (এপি, ডিপিএ) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ