1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে হামলার পেছনে দায়ী পাকিস্তানি গোষ্ঠী: কারজাই

৭ ডিসেম্বর ২০১১

আফগানিস্তানে আশুরা পালনরত শিয়া মুসলমানদের উপর বোমা হামলার সঙ্গে পাকিস্তানি একটি গোষ্ঠী জড়িত, এমনটাই দাবি করেছেন আফগান প্রসিডেন্ট হামিদ কারজাই৷ তিনি জার্মানি থেকে লন্ডন সফর বাতিল করে ফিরে গেছেন কাবুলে৷

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: dapd

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর দেশে মঙ্গলবার বোমা হামলার পেছনে পাকিস্তানের একটি গোষ্ঠীকে দায়ী করেছেন৷ আশুরার দিনে আফগানিস্তানের তিনটি শহরে এই বোমা হামলায় প্রাণ হারায় ৫৯ ব্যক্তি৷ কারজাই বুধবার জানান, পাকিস্তান সরকারের কাছে এই বিষয়টি উত্থাপন করবেন তিনি৷ কারজাই বলেন, পাকিস্তান নির্ভর লস্কর-ই-জানভি বোমা হামলা দায় স্বীকার করেছে৷ আমরা এই বিষয়টি খুব সতর্কতার সঙ্গে তদন্ত করব এবং পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব৷

কারজাইয়ের এই বক্তব্যের পর পাকিস্তানের তরফ থেকে কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি৷ তবে মঙ্গলবার আশুরায় পাকিস্তানে কোন সন্ত্রাসী হামলা না হওয়ায় তালেবানকে ধন্যবাদ জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক৷ স্বরাষ্ট্রমন্ত্রী'র এই ধন্যবাদ জ্ঞাপনকে অনেকে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কে নতুন এক দিক হিসেবে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. নাইম আহমেদ এই প্রসঙ্গে বলেন, ‘‘পাকিস্তানি সেনাদের উপর সাম্প্রতিক ন্যাটো হামলার পর, পাকিস্তান সরকার তালেবানের আরো কাছে পৌঁছেছে''৷

আফগানিস্তান বিষয়ক বন সম্মেলনের মাত্র একদিন পর এমন হামলায় উদ্বিগ্ন আফগান প্রশাসন৷ প্রেসিডেন্ট কারজাই তাই তাঁর ইংল্যান্ড সফর বাতিল করে কাবুলে ফিরে গেছেন৷ এই বিষয়ে তাঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আশুরার দিনে কাবুল, মাজার-ই-শরীফ এবং কান্দাহারে সন্ত্রাসী হামলায় কারণে প্রেসিডেন্ট কারজাই তাঁর ব্রিটেন সফর বাতিল করেছেন৷ এসব হামলায় অনেক হতাহত হয়েছে৷

মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিকও রয়েছে৷ কাবুলের মার্কিন দূতাবাস এই খবর নিশ্চিত করেছে৷ তবে নিহত মার্কিন নাগরিক কোন সরকার কর্মকর্তা ছিলেন না, জানিয়েছেন দূতাবাসের এক কর্মকর্তা৷

এদিকে, বুধবার আফগানিস্তানের দক্ষিণে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ১৯ বেসামরিক নাগরিক৷ হেলমান্দ প্রদেশের একটি মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে৷ হেলমান্দের প্রাদেশিক মুখপাত্র দাউদ আহমেদি জানান, নিহতদের মধ্যে পাঁচ নারী এবং শিশু রয়েছে৷

উল্লেখ্য, ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ত্যাগ করবে ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনী৷ এরপর আরো দশ বছর বিদেশি সহায়তা পাবে সেদেশ, বন সম্মেলনে এই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ে সক্ষম হয়েছেন আফগান প্রেসিডেন্ট৷ কিন্তু বিদেশি সেনাবিহীন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলে৷ গত দুই দিনের বোমা হামলা এই সংশয় আরো বাড়িয়ে দিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ