দেশটির হেলমন্দ প্রদেশের লস্করগাহ শহরে নিজের নির্বাচনি কার্যালয়ে প্রাণ হারিয়েছেন আব্দুল জাবার কাহরামান৷ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের একজন প্রার্থী ছিলেন তিনি৷
বিজ্ঞাপন
কাহরামানের কার্যালয়ের সোফার মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হলে তিনিসহ আরো তিনজন নিহত হন৷ ঐ তিনজন তাঁর উপদেষ্টা ছিলেন৷ হামলার সময় তাঁরা নির্বাচন নিয়ে বৈঠক করছিলেন৷
এদিকে, বুধবার এক বিবৃতিতে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে৷ কাহরামানকে একজন ‘প্রখ্যাত কমিউনিস্ট' বলে বিবৃতিতে আখ্যায়িত করেছে তালেবান৷
প্রেসিডেন্ট আশরাফ গনি এই হামলার নিন্দা জানিয়েছেন৷ ‘‘সন্ত্রাসী ও তাদের সমর্থকদের এসব হামলা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকে দুর্বল করতে পারবে না,'' বলে মন্তব্য করেন তিনি৷
উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে কাহরামানসহ মোট দশজন প্রার্থী প্রাণ হারিয়েছেন৷ আর হেলমন্দ প্রদেশে নিহত হওয়া দ্বিতীয় প্রার্থী হলেন কাহরামান৷
আফগানিস্তানে অফুরন্ত ক্ষমতার লড়াই
২০০১ সালে আফগানিস্তানকে তালেবানমুক্ত করতে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র৷ কিন্তু এখনও শান্ত হয়নি দেশটি৷ বরং গত কয়েকমাসে জঙ্গি হামলা আরও বেড়েছে৷
ছবি: picture alliance/Photoshot
ঠুনকো নিরাপত্তা
গত কয়েকমাসে বিভিন্ন হামলায় শত শত লোক হতাহত হয়েছেন৷ ফলে দেশের নিরাপত্তা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে৷ এছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে৷
ছবি: Reuters/M. Ismail
চাপে সরকার
তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এবং তালেবানসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করছে৷ এসব গোষ্ঠীর হাতে থাকা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারের উপর চাপ বাড়ছে৷
ছবি: picture-alliance/AP Photo/M. Hossaini
ঘোষণা দিয়ে হামলা শুরু
গতসপ্তাহে ঘোষণা দিয়ে তালেবান বসন্তকালীন হামলা শুরু করেছে৷ দেশটিতে কঠোর ইসলামি শাসন চালু করতে চায় তারা৷ আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র গতবছর আরও আক্রমণাত্মক পরিকল্পনা ঘোষণা করার প্রতিক্রিয়ায় এমন হামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে তালেবান৷
ছবি: Reuters
মার্কিন নীতি
নতুন পরিকল্পনা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে আরও মার্কিন সেনা মোতায়েনের চিন্তা করছেন৷ এই সেনারা আফগান সেনাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়ার কাজ করবে৷ এছাড়া যতদিন প্রয়োজন হবে ততদিন সেখানে মার্কিন উপস্থিতি থাকবে বলেও জানান ট্রাম্প৷
ছবি: Getty Images/AFP/B. Smialowski
শান্তি প্রক্রিয়া
ফেব্রুয়ারি মাসে ‘কোনো শর্ত ছাড়াই’ আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু জঙ্গি গোষ্ঠীটি সে ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি৷ তাদের অভিযোগ, আলোচনার প্রস্তাব একটি ‘ষড়যন্ত্র’৷ বিশ্লেষকরা বলছেন, ময়দানে তালেবান এখন সুবিধাজনক অবস্থায় আছে বলে তারা আলোচনায় বসতে রাজি হচ্ছে না৷ বর্তমানে তালেবানের হাতে ২০০১ সালের পর সবচেয়ে বেশি আফগান জেলার নিয়ন্ত্রণ রয়েছে৷
ছবি: Getty Images/AFP/N. Shirzad
পাকিস্তানের সমর্থন
আফগানিস্তানে হামলার জন্য দায়ী জঙ্গিরা পাকিস্তানে নিরাপদে আস্তানা গড়তে পারে বলে কাবুল ও ওয়াশিংটনের অভিযোগ৷ তবে পাকিস্তান সবসময় তা অস্বীকার করে এসেছে৷ কাবুল ও ইসলামাবাদ সবসময় একে অপরের বিরুদ্ধে তাদের দেশের জঙ্গিদের আশ্রয় দেয়ার অভিযোগ করে থাকে৷
ছবি: DW/H. Hamraz
অকার্যকর সরকার
ক্ষমতার অফুরন্ত লড়াইয়ের মাঝে জনমত সমীক্ষায় প্রেসিডেন্ট আশরাফ গনির জনপ্রিয়তা ক্রমেই কমছে৷ আফগান সরকারের দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গড়ে ওঠা জাতীয় ঐকমত্যের সরকারের কারণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা ব্যাহত হচ্ছে৷
ছবি: Reuters/K. Pempel
7 ছবি1 | 7
যে-কোনো নির্বাচনি প্রক্রিয়ার বিরোধী তালেবান৷ একে তারা পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া রাজনৈতিক প্রক্রিয়া বলে মনে করে৷
এর আগে মঙ্গলবার জার্মান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছিল অজ্ঞাত জঙ্গিরা৷ হেলিকপ্টারে থাকা সৈন্যরাও পালটা গুলি চালিয়েছিলেন৷ তবে কোনো জঙ্গি হতাহত হয়েছে কিনা জানা যায়নি৷ কোনো জার্মান সৈন্যও এই ঘটনায় আহত হননি৷