1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে হামলায় সংসদ নির্বাচনের প্রার্থী নিহত

১৭ অক্টোবর ২০১৮

দেশটির হেলমন্দ প্রদেশের লস্করগাহ শহরে নিজের নির্বাচনি কার্যালয়ে প্রাণ হারিয়েছেন আব্দুল জাবার কাহরামান৷ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনের একজন প্রার্থী ছিলেন তিনি৷

Afghanistan Kabul Wahlplakat Parlamentswahl
ছবি: picture-alliance/AP Photo/R. Gul

কাহরামানের কার্যালয়ের সোফার মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হলে তিনিসহ আরো তিনজন নিহত হন৷ ঐ তিনজন তাঁর উপদেষ্টা ছিলেন৷ হামলার সময় তাঁরা নির্বাচন নিয়ে বৈঠক করছিলেন৷

এদিকে, বুধবার এক বিবৃতিতে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে৷ কাহরামানকে একজন ‘প্রখ্যাত কমিউনিস্ট' বলে বিবৃতিতে আখ্যায়িত করেছে তালেবান৷

প্রেসিডেন্ট আশরাফ গনি এই হামলার নিন্দা জানিয়েছেন৷ ‘‘সন্ত্রাসী ও তাদের সমর্থকদের এসব হামলা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকে দুর্বল করতে পারবে না,'' বলে মন্তব্য করেন তিনি৷

উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে কাহরামানসহ মোট দশজন প্রার্থী প্রাণ হারিয়েছেন৷ আর হেলমন্দ প্রদেশে নিহত হওয়া দ্বিতীয় প্রার্থী হলেন কাহরামান৷ 

যে-কোনো নির্বাচনি প্রক্রিয়ার বিরোধী তালেবান৷ একে তারা পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া রাজনৈতিক প্রক্রিয়া বলে মনে করে৷

এর আগে মঙ্গলবার জার্মান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালিয়েছিল অজ্ঞাত জঙ্গিরা৷ হেলিকপ্টারে থাকা সৈন্যরাও পালটা গুলি চালিয়েছিলেন৷ তবে কোনো জঙ্গি হতাহত হয়েছে কিনা জানা যায়নি৷ কোনো জার্মান সৈন্যও এই ঘটনায় আহত হননি৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ