1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে হামলা

১৪ জুলাই ২০১২

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় স্থানীয় সাংসদ ও নিরাপত্তা কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে অন্তত ৪৩ জন৷ হামলার নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷

Afghan lawmaker Ahmad Khan Samangani speaks in parliament in Kabul in this undated handout photo. A suicide bomber blew himself up at a wedding reception in Samangan province in northern Afghanistan on July 14, 2012, killing at least 22 people including Samangani, and wounding 40 others, police said. REUTERS/Afghan Parliament Press Office/Handout (AFGHANISTAN - Tags: CIVIL UNREST POLITICS) THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS
ছবি: REUTERS

সামাঙ্গান প্রদেশের রাজধানী আয়বাকে বিয়ের আসরে হামলা চালিয়েছে এক আত্মঘাতী হামলাকারী৷ স্থানীয় পুলিশ কর্মকর্তা গুলাম মোহাম্মদ খান জানিয়েছেন, স্থানীয় একটি হোটেলে সাংসদ আহমেদ খান সামাঙ্গানির মেয়ের বিয়ের আসর চলছিল৷ সামাঙ্গানি নিজে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন৷ এমন সময় দেহে বিস্ফোরক বহনকারী একজন সামাঙ্গানির সাথে আলিঙ্গন করে৷ এসময়ই সে নিজের কাপড়ের নিচে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়৷ ফলে ঘটনাস্থলেই নিহত হন সামাঙ্গানি৷ এছাড়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের পুলিশ কমান্ডার সায়াদ আহমদ সামায় এবং আফগান সেনাবাহিনীর ডিভিশন কমান্ডার কর্নেল মোহাম্মাদুল্লাহ হাসপাতালে যাওয়ার পর মারা যান৷

আত্মঘাতী হামলাকারী কীভাবে বিয়ের আসরে প্রবেশ করল তা স্পষ্টভাবে জানা যায়নি৷ তবে উত্তরাঞ্চল পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই বলেন, বিয়ের আসরে আমন্ত্রিত অতিথিদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সেখানে কারো দেহ তল্লাশি করতে সম্মতি দেননি কনের পিতা আহমেদ খান সামাঙ্গানি৷ তিনি আরো জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে৷

উল্লেখ্য, আহমেদ খান সামাঙ্গানি গত আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের একজন সাহসী যোদ্ধা ছিলেন৷ এছাড়া ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকার সময় তাদের বিরুদ্ধেও লড়েছেন তিনি৷ উজবেক বংশোদ্ভূত সামাঙ্গানি গত বছর সংসদ সদস্য নির্বাচিত হন৷

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই ঘটনার নিন্দা জানিয়েছেন৷ এছাড়া ঘটনা খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দলকে আয়বাকে পাঠিয়েছেন প্রেসিডেন্ট কারজাই৷ তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘‘আফগানিস্তানের শত্রুরা আবারও নিরপরাধ সাধারণ মানুষ এবং এমন একজন মুজাহিদের উপর হামলা চালালো, যিনি দেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷''

তালেবান এই হামলার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে৷ তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছে, ‘‘আহমেদ খান উত্তরাঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন৷ তাঁর শত্রু থাকাটাই স্বাভাবিক৷'' সম্ভবত ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ তাঁর উপর হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে এই তালেবান মুখপাত্র৷

এএইচ / এসি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ