1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে হাসপাতালে আত্মঘাতী গাড়ি বোমা হামলা

২৫ জুন ২০১১

আফগানিস্তানে শনিবার এক হাসপাতালে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে৷ এতে নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তান থেকে ৩৩ হাজার সৈন্য সরিয়ে আনার ঘোষণা দেয়ার দুদিন পর এই হামলার ঘটনা ঘটলো৷

ফাইল ছবিছবি: dapd

হামলায় ঠিক কত জন মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না৷ তবে শুরুতে মৃতের সংখ্যা ৬০ জন বলে জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়৷ পরে সেই সংখ্যা কমিয়ে ২০-২৫ জনের কথা বলা হচ্ছে৷ কিন্তু যে প্রদেশে হামলাটি হয়েছে সেই লোগারের কর্মকর্তারা নিহতের সংখ্যা ৪৫ বলে জানিয়েছেন৷

হামলায় হাসপাতালটি ধসে গেছে৷ এবং এখনো মানুষ ধ্বংসস্তুপের নিচে পড়ে রয়েছে বলে জানা গেছে৷ উদ্ধার তৎপরতা চলছে৷

এক গোয়েন্দা কর্মকর্তা বলছেন পুলিশ বাধা দেয়ার সময় হাসপাতালের কাছে গাড়িটি বিস্ফোরিত হয়৷ তাই হামলাকারীদের মূল লক্ষ্য কী ছিল সেটা বোঝা যাচ্ছেনা৷

সরকার তালেবানকে এই হামলার জন্য দায়ী করলেও ঐ জঙ্গি সংগঠনটি তা অস্বীকার করেছে৷ তারা বলছে তারা কখনো সাধারণ মানুষকে লক্ষ্য বানান না৷

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে অপ্রত্যাশিত ও অমানবিক বলেছে৷ এদিকে লোগার প্রদেশের এক কাউন্সিল সদস্য দিনটিকে হাশরের দিনের সঙ্গে তুলনা করেছেন৷

এই প্রদেশের যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই আরজু পাকিস্তানের সীমানার কাছে অবস্থিত৷ এবং সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ একেবারেই নেই বললেই চলে৷ ফলে জঙ্গি আর মাদক পাচারকারীরা সেখানে বেশ সুবিধাতেই রয়েছে৷

উল্লেখ্য, এ মাসেই জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আফগানিস্তানে নিরীহ মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে৷ সংস্থাটি বলছে ২০০৭ সালের পর গতমাস অর্থাৎ মে'তে সবচেয়ে বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে, যার সংখ্যা ৩৬৮৷ আর বছরের হিসেবে গত বছরটা ছিল সবচেয়ে ভয়াবহ৷ এসময় মোট ২,৭৭৭ জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

এদিকে গতমাসেও একটি হাসপাতালে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল৷ সেসময় লক্ষ্যবস্তু ছিল কাবুলে অবস্থিত সামরিক বাহিনীর প্রধান হাসপাতাল৷ ঐ ঘটনায় ছয়জন নিহত হয়েছিল৷

এর আগে গতকাল শুক্রবার কুন্দুস প্রদেশে এক বাজারে সাইকেল বোমা বিস্ফোরিত হয়৷ এতে মারা যায় ১০ জন৷ আহত ২৪৷ নিহতের মধ্যে এক পুলিশ সদস্য রয়েছে৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আংশিক সৈন্য প্রত্যাহারের ঘোষণায় আফগানিস্তানে জঙ্গি দমনে সেদেশের নিরাপত্তা বাহিনী কতটা সফল হবে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ