1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোটেলে হামলা

২২ জুন ২০১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করল তালেবান৷ তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করলেও ন্যাটো বলছে, এর পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ক৷

ছবি: picture-alliance/dpa

কাবুলের উপকণ্ঠে কারঘা হ্রদ ঘেরা মনোরম আবাসিক হোটেল এবার তালেবান জঙ্গিদের হামলার শিকার হলো৷ বৃহস্পতিবার মধ্যরাতে স্পজমায় হোটেলে একটি জন্মবার্ষিকী উৎসব চলাকালে সশস্ত্র আত্মঘাতী হামলাকারীরা সেখানে প্রবেশ করে৷ স্থানীয় সূত্র জানিয়েছে, হোটেলে তখন প্রায় ৩০০ জন অতিথি ছিল৷ হামলাকারীরা সেখানে থাকা নারী-শিশুসহ অতিথিদের জিম্মি করে৷ তবে জীবন বাঁচানোর জন্য হোটেলের দুই তলা থেকে কিছু ব্যক্তি পাশের হ্রদে ঝাঁপ দেয় বলে জানিয়েছেন আফগান সেনা কর্মকর্তা জেনারেল কাদাম শাহ শায়েম৷ কাবুলের পুলিশ প্রধান মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি জানিয়েছেন, অন্তত পাঁচ জঙ্গি সদস্য মেশিন গান, গ্রেনেড এবং বোমাসহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়৷

হামলার পরপরই পুলিশ ও ন্যাটোর সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যানছবি: picture-alliance/dpa

হামলার পরপরই পুলিশ ও ন্যাটোর সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান৷ তবে ভেতরে নারী-শিশুসহ বেসামরিক জিম্মিদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে সতর্কতার সাথে তারা পদক্ষেপ নিতে থাকে৷ আকাশে ন্যাটোর হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে৷ জেনারেল শায়েম জানান, শুক্রবার দুপুর নাগাদ পাঁচ আত্মঘাতী হামলাকারীই নিহত হয়েছে৷ এছাড়া নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক মানুষ, দুই জন হোটেলের নিরাপত্তা প্রহরী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছে৷

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, বিদেশি কূটনীতিক, ন্যাটো বাহিনীর কমান্ডার এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রত্যেক বৃহস্পতিবার রাতে ঐ হোটেলে মদ পান করে এবং ইসলামে নিষিদ্ধ কার্যকলাপে লিপ্ত থাকে বলে তালেবান সেখানে হামলা চালিয়েছে৷ তবে আফগানিস্তানে নিযুক্ত ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেন এই হামলার জন্য আল কায়েদার পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ক’কে দায়ী করেছেন৷ বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে তালেবান৷

এএইচ / জেএইচ (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ