1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জোড়া হামলা

১ সেপ্টেম্বর ২০১২

আফগানিস্তানের কেন্দ্রীয় অঞ্চলে জোড়া আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে ১২ ব্যক্তি৷ এসময় আহত হয় ৫৯ ব্যক্তি৷ এছাড়া সেদেশের গজনি প্রদেশে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মার্কিন সেনা৷

ছবি: REUTERS

আফগানিস্তানের ওয়ারদাক্ প্রদেশে আত্মঘাতী হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবান৷ একটি সামরিক ঘাঁটির কাছে এই জোড়া হামলার ঘটনা ঘটে৷ ওয়ারদাক্ প্রদেশের প্রাদেশিক গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, এক আত্মঘাতী বোমারু তার শরীরে বেঁধে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায়৷ অপর হামলাকারী ট্রাকের বিস্ফোরণ ঘটায়৷

হামলায় আট বেসামরিক নাগরিক এবং চার পুলিশ সদস্য নিহত হয়৷ এছাড়া হামলায় ৪৭ বেসামরিক নাগরিক, সাত পুলিশ সদস্য, তিন গোয়েন্দা কর্মকর্তা এবং ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর দুই সেনা সদস্য আহত হয়৷

তবে আত্মঘাতী হামলায় ন্যাটো সেনা আহতের বিষয়টি অস্বীকার করেছেন মেজর অ্যাডাম ওজ্যাক৷ তিনি বলেন, ‘‘সায়েদাবাদ জেলার সামরিক ঘাঁটির খুব কাছে আত্মঘাতী হামলার ঘটনা ঘটলেও এতে কোন ন্যাটো সেনা নিহত বা আহতের খবর পাওয়া যায়নি৷''

আত্মঘাতী হামলার দায় ইতিমধ্যে স্বীকার করেছে তালেবানছবি: Aref Karimi/AFP/Getty Images

এদিকে, এক মুঠোফোন বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, ‘‘ট্রাক বোমারুর জন্য পথ তৈরি করতে প্রথম হামলাকারী মার্কিন ঘাঁটির প্রধান ফটকে বোমা বিস্ফোরণ ঘটায়৷'' তার দাবি, হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে৷

আফগানিস্তানে পৃথক আরেক ঘটনায় অবশ্য দুই মার্কিন সেনা প্রাণ হারিয়েছে৷ ন্যাটো জানিয়েছে, গজনি প্রদেশে শনিবার এক সন্ত্রাসী হামলার পর দুই মার্কিন সেনা নিহত হয়েছে৷ ন্যাটো আরো জানিয়েছে, গত তেসরা আগস্ট কুনার প্রদেশে অভিযানে আল কায়েদার ‘জ্যেষ্ঠ নেতা' আবু ওয়ালিদ নিহত হয়েছে৷

এক বিবৃতিতে ন্যাটো জানায়, ‘‘আবু ওয়ালিদ, যে কিনা আমরু মাসতুর আল-ঘামরাভি নামেও পরিচিত, এক সৌদি আল-কায়েদা নেতা এবং বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল৷ আফগান এবং সেদেশে অবস্থানরত বিদেশি সেনাদের বিরুদ্ধে অসংখ্য হামলায় অংশ নিয়েছে সে৷''

উল্লেখ্য, জাতসংঘের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে ১,১৪৫ বেসামরিক নাগরিক নিহত এবং ১,৯৫৪ ব্যক্তি আহত হয়েছে৷ ভুক্তভোগীদের মধ্যে আশি শতাংশই সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে৷

এআই / এএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ