1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ স্থগিত

৫ নভেম্বর ২০২১

পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া। আগামী ২৭ তারিখ টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল।

আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ স্থগিত রাখল অস্ট্রেলিয়া। ছবি: DW/T:Saeed

মাত্র একটা টেস্ট ম্যাচের সিরিজ। শুরু হওয়ার কথা ছিল ২৭ নভেম্বর থেকে, অস্ট্রেলিয়ার হোবার্টে। বলা হচ্ছিল, এই সিরিজ হবে ঐতিহাসিক। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের এটাই ছিল প্রথম টেস্ট ম্যাচ।

ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ স্থগিত রাখা হলো। তবে আফগানিস্তানের ক্রিকেটারদের বিগ ব্যাশ লিগে খেলতে কোনো বাধা থাকবে না। আফগানিস্তানের পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত টেস্ট ম্যাচ হবে না বলে তারা জানিয়েছে।

তালেবান আফগানিস্তান দখল করে নেয়ার পর ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে। কিন্তু মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বস্তুত, তালেবান ক্ষমতাদখলের পর সেখানে মেয়েদের খেলাধুলোই কার্যত বন্ধ। মেয়েরা ক্রিকেট বা অন্য কোনো খেলা খেলতে পারবে কিনা, সেব্যাপারে তালেবান নেতারা অবস্থান স্পষ্ট করেননি। কিন্তু তারা মেয়েদের খেলতেও দিচ্ছেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘আফগানিস্তান তো বটেই, সারা বিশ্বে পুরুষ ও মেয়েদের ক্রিকেটের প্রতি দায়বদ্ধ অস্ট্রেলিয়া। এখন পরিস্থিতি পরিষ্কার না হলে এই টেস্ট ম্যাচ স্থগিত রাখাই উচিত।'

অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের টেস্ট ম্যাচ খেলার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বর। কিন্তু তখন করোনা প্রবল হওয়ায় তা হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ই দুবাইতে আইসিসি-র বৈঠক হওয়ার কথা। সেখানে আফগানিস্তান নিয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ, আইসিসি-র নিয়ম অনুযায়ী, পুরুষদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট দলও রাখতে হবে। আফগনিস্তান তা না রাখলে কী হবে, সেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ