1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান থেকে দূতাবাসকর্মী ফেরালো ভারত

১২ জুলাই ২০২১

কান্দাহারের ভারতীয় কনসুলেট থেকে কর্মীদের দেশে ফিরিয়ে আনল ভারত। জারি হয়েছে অ্যাডভাইসারি।

কান্দাহার
ছবি: JAVED TANVEER/AFP/Getty Images

কান্দাহার থেকে ৫০ জন ভারতীয় দূতাবাস কর্মীকে দেশে ফিরিয়ে আনল ভারত সরকার। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কান্দাহারের কাছে যেভাবে তালেবানদের সঙ্গে আফগান সেনার লড়াই চলছে, তা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাবুলের দূতাবাস, কান্দাহার এবং মাজার-ই-শরিফের কনসুলেট বন্ধ করা হয়নি বলেও জানানো হয়েছে।

সপ্তাহান্তেই এয়ার ইন্ডিয়ার বিমানে কান্দাহার থেকে দিল্লিতে নিয়ে আসা হয় কান্দাহারে ভারতীয় কনসুলেটের ৫০ জন কর্মীকে। তাদের মধ্যে দূতাবাসকর্মী এবং নিরাপত্তারক্ষী আছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই এ কাজ করা হয়েছে। কারণ, কান্দাহারের সীমানায় তালেবান পৌঁছে গেছে। আফগান সেনার সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। এই অবস্থায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বড় বলে মনে করে ভারত সরকার। তবে তিনি জানিয়েছেন, দূতাবাস এবং কনসুলেট বন্ধ করা হয়নি। স্থানীয় কর্মীরা এখনো সেখানে আছেন। তবে সাময়িক সময়ের জন্য দূতাবাসের কাজ বন্ধ আছে।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের উপরেও নজর রাখা হচ্ছে। সংঘাতে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে ভারত। ভারতের কাছে খবর, তালেবানের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানে অবস্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা। সে কারণেই ভারতীয়দের সুরক্ষা নিয়ে এতটা চিন্তিত সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি অ্যাডভাইসারিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে খুব প্রয়োজন না হলে আফগানিস্তানে যাওয়া বাতিল করতে। কর্মসূত্রে বা অন্য কারণে যে ভারতীয়রা আফগানিস্তানে আছেন, সম্ভব হলে তাদেরও ফিরে আসার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে আফগান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ