কান্দাহারের ভারতীয় কনসুলেট থেকে কর্মীদের দেশে ফিরিয়ে আনল ভারত। জারি হয়েছে অ্যাডভাইসারি।
বিজ্ঞাপন
কান্দাহার থেকে ৫০ জন ভারতীয় দূতাবাস কর্মীকে দেশে ফিরিয়ে আনল ভারত সরকার। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কান্দাহারের কাছে যেভাবে তালেবানদের সঙ্গে আফগান সেনার লড়াই চলছে, তা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কাবুলের দূতাবাস, কান্দাহার এবং মাজার-ই-শরিফের কনসুলেট বন্ধ করা হয়নি বলেও জানানো হয়েছে।
আফগানিস্তানের দায়িত্ব অ্যামেরিকার নয়: বাইডেন
আফগানিস্তানের দায়িত্ব নিতে হবে আফগান নেতাদেরই। অ্যামেরিকা আর সাহায্য করতে পারবে না। জানিয়ে দিলেন জো বাইডেন।
ছবি: Wakil Kohsar/AFP/Getty Images
অগাস্টেই শেষ
আফগানিস্তান থেকে অগাস্টের মধ্যেই সমস্ত সেনা অ্যামেরিকায় ফিরে যাবে। হোয়াইট হাউসে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
ছবি: John Moore/Getty Images
আফগানিস্তানকেই দায়িত্ব নিতে হবে
আফগানিস্তানের দায়িত্ব নিতে হবে সে দেশের নেতাদেরই। সমস্ত নেতার একসঙ্গে আলোচনা করে নতুন আফগানিস্তানের রূপরেখা তৈরি করতে হবে। এমনটাই মনে করেন বাইডেন।
ছবি: Andrew Harnik/Getty Images
তালেবান নিয়ে মতামত
বাইডেনের বক্তব্য, তিনি তালেবানকে বিশ্বাস করেন না। কিন্তু কাবুলের সরকার এবং প্রশাসনকেই তার মোকাবিলা করতে হবে। মার্কিন সাহায্যে তৈরি কাবুলের সরকারের হাতে এখন সে ক্ষমতা আছে বলে তিনি মনে করেন।
ছবি: DW/M. Mojtaba
তালেবানই ভবিতব্য নয়
মার্কিন সেনা চলে গেলে তালেবান আফগানিস্তান দখল করবে, এমনটা অবশ্যম্ভাবী বলে মনে করেন না বাইডেন।
ছবি: DW/Omid Deedar
কোনো দেশ আফগানিস্তানকে এক করতে পারেনি
বাইডেনের বক্তব্য, এর আগে কোনো দেশ দেশ আফগান নেতাদের এক করতে পারেনি। সকলকে একসঙ্গে বসিয়ে ঐক্যবদ্ধ আফগানিস্তান তৈরি করতে পারেনি।
ছবি: Saul Loeb/Getty Images/AFP
আর কত প্রাণ যাবে
বাইডেন জানিয়েছেন, তিনি চান না, আর একটিও মার্কিন প্রাণ আফগানিস্তানে নষ্ট হোক। বহু মার্কিন পুরুষ এবং নারীর প্রাণ গিয়েছে আফগানিস্তানের যুদ্ধে। আর প্রাণ তিনি যেতে দেবেন না।
ছবি: Josh Smith/REUTERS
যুক্তরাজ্যের বক্তব্য
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বৃহস্পতিবার পার্লামেন্টকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে অধিকাংশ সেনা দেশে ফিরে এসেছে। বাকিরাও দ্রুত ফিরে আসবে।
ছবি: AFP/Getty Images
ইরান সীমান্তে তালেবান
এদিকে ইরান-আফগান সীমান্ত দখল করেছে তালেবান। আফগানিস্তানের সঙ্গে ইরানের বর্ডার এখন তারাই নিয়ন্ত্রণ করছে। দেশের ভিতর পঞ্চাশেরও বেশি অঞ্চল তারা দখল করেছে। ঘিরে ফেলেছে আঞ্চলিক রাজধানীগুলি।
ছবি: PPI/Zuma/picture alliance
রাশিয়ার আশ্বাস
রাশিয়া জানিয়েছে, তাদের সঙ্গে তালেবান প্রতিনিধিদের কথা হয়েছে। তালেবান আশ্বস্ত করেছে, দেশের ভিতর বিদেশি দূতাবাসগুলি যাতে সুরক্ষিত থাকে, তারা তা দেখবে। আফগান রীতি এবং ইসলামিক নীতি মেনে তারা মানবাধিকার রক্ষা করবে।
ছবি: Adek Berry/Getty Images/AFP
9 ছবি1 | 9
সপ্তাহান্তেই এয়ার ইন্ডিয়ার বিমানে কান্দাহার থেকে দিল্লিতে নিয়ে আসা হয় কান্দাহারে ভারতীয় কনসুলেটের ৫০ জন কর্মীকে। তাদের মধ্যে দূতাবাসকর্মী এবং নিরাপত্তারক্ষী আছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই এ কাজ করা হয়েছে। কারণ, কান্দাহারের সীমানায় তালেবান পৌঁছে গেছে। আফগান সেনার সঙ্গে তাদের সংঘর্ষ হচ্ছে। এই অবস্থায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বড় বলে মনে করে ভারত সরকার। তবে তিনি জানিয়েছেন, দূতাবাস এবং কনসুলেট বন্ধ করা হয়নি। স্থানীয় কর্মীরা এখনো সেখানে আছেন। তবে সাময়িক সময়ের জন্য দূতাবাসের কাজ বন্ধ আছে।
পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের উপরেও নজর রাখা হচ্ছে। সংঘাতে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করছে ভারত। ভারতের কাছে খবর, তালেবানের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানে অবস্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা। সে কারণেই ভারতীয়দের সুরক্ষা নিয়ে এতটা চিন্তিত সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি অ্যাডভাইসারিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে খুব প্রয়োজন না হলে আফগানিস্তানে যাওয়া বাতিল করতে। কর্মসূত্রে বা অন্য কারণে যে ভারতীয়রা আফগানিস্তানে আছেন, সম্ভব হলে তাদেরও ফিরে আসার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে আফগান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন দেশের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।