1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৈন্য প্রত্যাহারের হুমকি

২৬ ফেব্রুয়ারি ২০১৪

এ বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য ফিরে যাওয়ার কথা৷ তবে আফগান সরকার দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর না করলে তার আগেই সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছেন বারাক ওবামা৷

Karzai und Obama
কারজাইয়ের সঙ্গে ওবামা (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

২০১০ সালে এক লক্ষ মার্কিন সৈন্য ছিল আফগানিস্তানে৷ তবে সংখ্যাটা কমে এখন ৩৩ হাজারে এসে ঠেকেছে৷ সব মার্কিন সৈন্য ফিরিয়ে নেয়া হলে আফগান সরকার তালেবানকে মোকাবিলা করতে পারবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে৷ তা সত্ত্বেও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে আসছেন৷ উপরন্তু গত কয়েক মাস ধরে আফগানিস্তানের আবাসিক এলাকায় সেনা অভিযান এবং বিমান হামলা বন্ধ করার জন্য ওবামা সরকারের ওপর চাপ বাড়িয়ে আসছেন তিনি৷ দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি (বিএসএ) স্বাক্ষরে তাঁর এই অনীহার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের উষ্ণতা কমছে৷ ওবামার হুমকি তারই বহিপ্রকাশ৷

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে দেয়া ওবামার এক নির্দেশে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে৷ পেন্টাগনকে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, আফগানিস্তান বিএসএ স্বাক্ষর না করলে সে দেশ থেকে যেন সব সৈন্য প্রত্যাহার করে নেয়া হয়৷ পরে হামিদ কারজাই-এর সঙ্গেও টেলিফোনে এ নিয়ে কথা বলেছেন ওবামা৷ টেলিফোন কথোপকথনে তিনি জানান, চুক্তি স্বাক্ষরিত হলে আফগানিস্তানে সীমিত সংখ্যক সৈন্য রাখতে প্রস্তুত যুক্তরাষ্ট্র৷ পেন্টাগনকে দেয়া ওবামার নির্দেশ এবং কারজাই-এর সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে হোয়াইট হাউস৷

যুক্তরাষ্ট্র আগে থেকেই বলে আসছে বিএসএ স্বাক্ষর না করা হলে আফগানিস্তানে তাদের সৈন্য মোতায়েন রাখা সম্ভব হবেনা৷ দেশটি মনে করে, এ বছরের শেষ নাগাদ সব সৈন্য প্রত্যাহার করে নেয়ার কথা থাকলেও এ চুক্তি স্বাক্ষরিত হলেই কেবল তারপরও আফগানিস্তানের নিরাপত্তার স্বার্থে কিছু মার্কিন সৈন্য রাখা আইনসম্মত হবে৷

তবে যুক্তরাষ্ট্রের ক্রমাগত উদ্যোগ সত্ত্বেও আফগানিস্তান এখনো বিএসএ স্বাক্ষরে আগ্রহ দেখায়নি৷ গত বছরও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর সঙ্গে এ বিষয়ে টেলিফোনে কথা বলেছিলেন বারাক ওবামা৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত ২৫ জুনের সেই আলোচনার পর আট মাস অতিবাহিত হলেও আফগানিস্তান আগের অবস্থানে এখনো অনড়৷

এসিবি/এসবি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ