1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ‘ভুল’ সিদ্ধান্ত

১৩ আগস্ট ২০২১

জার্মান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার-তারকা জেনারেল এগোন রামস আফগানিস্তানে তালেবানের এত দ্রুততার সঙ্গে অগ্রসর হওয়া দেখে ‘বিস্মিত'৷

General Egon Ramms im Nato Hauptquartier in Heidelberg
ছবি: Diemer Steffen/Sodapix AG/picture alliance

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পশ্চিমা দেশগুলোর যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন রামস৷ সামরিক জোট ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স- আইএসএফ এর দায়িত্বে ছিলেন তিনি৷

ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে রামস বলেন, ‘‘তালেবান খুব, খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে৷ এটাই আমাকে অবাক করছে৷’’

ন্যাটোর সৈন্য প্রত্যাহার নিয়ে প্রশ্ন

আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তেও বিস্ময় প্রকাশ করেছেন রামস৷ তিনি মনে করেন এত দ্রুততার সঙ্গে সৈন্য প্রত্যাহার ন্যাটোর দায়িত্বশীলতা নিয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে৷

এই সিদ্ধান্তকে ‘ভুল' মনে করেন রামস৷ এই প্রত্যাহারের ঘোষণার সঙ্গে ২০১০ সালে তার অবসরে যাওয়ার সময় সেনা উপস্থিতি সংকোচনের তুলনাও করেন রামস৷

তিনি বলেন, ‘‘২০১০ সালেও আমরা এর বদলে সেনা পুনরায় মোতায়েন করে আইএসএফ মিশন চালু রাখার কথা বলেছিলাম৷ আমি বলতে চাই, তখন আমরা যে ভুলের শুরু করেছিলাম এই মাসে সেটা শেষ হচ্ছে৷’’

আফগান সেনারা কী করছে!

তালেবানের আগ্রাসী আক্রমণের ফলে ক্রমশ পিছু হটছে আফগান নিরাপত্তা বাহিনী৷ একের পর এক গুরুত্বপূর্ণ শহর তালেবানের দখলে যাচ্ছে

আফগান সেনারা কেন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে না, এ নিয়েও বিস্ময় প্রকাশ করেন এই অবসরপ্রাপ্ত জার্মান জেনারেল৷ তিনি বলেন, ‘‘আমরা আফগান ন্যাশনাল আর্মিকে প্রশিক্ষণ দিয়েছি, অ্যামেরিকানরা তাদের অস্ত্র দিয়ে সুসজ্জিত করেছে৷ সেই দৃষ্টিকোণ থেকেই আমার মনে প্রশ্ন জাগছে, আফগান সেনাবাহিনী এখন কী করছে?’’

তিনি আরো বলেন, ‘‘প্রায় দুই লাখ সেনাকে অ্যামেরিকা, জার্মানি ও অন্যান্য দেশ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে৷ সেই পুরাতন সৈনিকরা কোথায় গেল?’’

তালেবান এরই মধ্যে আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ শহর কান্দাহার ও হেরাত দখলে নিয়েছে৷ রাজধানী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরের গজনিও এখন তালেবানের দখলে৷

কিরান বুর্কে/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ