1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিআফগানিস্তান

নারীর উপর তালেবানের বিধিনিষেধ বাড়ছে

১৯ সেপ্টেম্বর ২০২১

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেদেশের নারীদের স্বাধীনতা সীমাবদ্ধ হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা সত্যি হচ্ছে৷ দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধের পাশাপাশি শুধু ছেলেদের স্কুলে যেতে বলেছে ইসলামী মৌলবাদী গোষ্ঠীটি৷

ফাইল ফটোছবি: Stringer/AA/picture alliance

কাবুলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলে ও মেয়ে শিশুদের আলাদা শ্রেণিকক্ষে বসানোর ব্যবস্থা করা হয়েছে৷ আর যেসব মেয়ের বয়স বেশি তাদের স্কুলে ফেরত যাওয়া থেকে বিরত রাখা হয়েছে৷

গতমাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান শুধু ছেলে শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষকদের ক্লাসরুমে যেতে বলেছে৷ 

কিন্তু মাধ্যমিক স্কুল পড়ুয়া মেয়েদের স্কুলে ফিরে যাওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি তালেবান৷ ফলে তাদের মধ্যে তীব্র অনিশ্চয়তা কাজ করছে৷

এর আগে নব্বইয়ের দশকের শেষের দিকে আফগানিস্তান শাসন করার সময় মেয়ে এবং নারীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছিল তালেবান এবং তাদেরকে জনজীবন থেকেও বিচ্ছিন্ন করা হয়েছিল৷

তবে, ইসলামী মৌলবাদী গোষ্ঠীটি এবার নিজেদের আগের চেয়ে কিছুটা উদারপন্থি হিসেবে দেখাতে চাচ্ছে৷ কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডে অতীতের কট্টর অবস্থানেরই প্রমাণ মিলছে৷

নারী মন্ত্রণালয়কে অনৈতিকতারোধের দপ্তরে রূপান্তর

কাবুলের ক্ষমতা দখলের পর তালেবান দেশটির নারী বিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে৷ সেখানে এখন ‘পুণ্যের প্রচার এবং অনৈতিকতারোধের' দপ্তরে রূপান্তর করা হয়েছে৷ দুই দশক আগে তালেবানের তৈরি এরকম এক দপ্তর ধর্মীয় মতবাদ কঠোরভাবে প্রয়োগ করতে গিয়ে কুখ্যাতি অর্জন করেছিল৷ 

তালেবানের সাংবাদিক নির্যাতন

02:10

This browser does not support the video element.

গত কয়েকদিন ধরেই নারী বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীরা অভিযোগ করে আসছিলেন যে তাদের অনেকে চাকুরি হারাচ্ছেন৷ বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিশ্বব্যাংকের নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের কর্মীদেরও শনিবার বের করে দেয়া হয়েছে৷ 

এই পরিস্থিতিতে আফগান মেয়েদের ভবিষ্যত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ৷

‘‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অপেক্ষাকৃত বয়সি থেকে শুরু করে সব মেয়েরা দ্রুত যাতে লেখাপড়া আবার শুরু করতে পারে৷ আর এজন্য নারী শিক্ষকদেরকেও স্কুলে ফিরতে সুযোগ দিতে হবে,'' এক বিবৃতিতে জানিয়েছে ইউনিসেফ৷

এআই/এসএস (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ