1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল ফেডারেশন প্রধানে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 

৩ ডিসেম্বর ২০১৮

আফগানিস্তান ফুটবল ফেডারেশনের প্রধান এবং কোচদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাতীয় মহিলা দলের দুই খেলোয়াড়৷ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা৷ তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন৷

Frauenfussballerin Khalida Popal
ছবি: Khalida Popal

আফগানিস্তানের জাতীয় মহিলা ফুটবল দলের দুই খেলোয়াড়ের দাবি, তাঁদেরকে যৌন হযরানি করা হযেছে৷ তবে আফগান ফুটবল ফেডারেশন এই অভিযোগ অস্বীকার করেছে৷

সমাজের অপেক্ষাকৃত উদার এবং সাহসী মেয়েরাই আফগানিস্তানে ফুটবল খেলে থাকেন৷ এই নারী ফুটবল দলের মাধ্যমে দেশটির চলমান সাংস্কতিক  অবকাঠামোয় উদারতার বহিঃপ্রকাশ ঘটবে এমনটি আশা করা হয়৷ তবে এই অভিয়োগ সেই প্রত্যশা এবং নারী অধিকারের প্রসারকে শঙ্কায় ফেলেছে৷ 

ইতোমধ্যে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা একটি তদন্ত দল গঠন করে কাজ শুরু করেছে৷ আফগান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কেরামউদ্দিন করিম অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন৷ ডযেচে ভেলেকে তিনি বলেন, ‘‘এমন কোনো ঘটনার কথা আমি শুনিনি৷ বরং অন্য ঘটনা ঘটেছে৷'' তিনি জানান, জর্ডানে একটি আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্প চলাকালে হিজাব নিয়ে একটি সংকট হয়েছিল৷ ইউরোপ-অ্যামেরিকা থেকে খেলতে আসা আফগান নারীরা হিজাব ছাড়া খেলায় দেশের প্রতিবাদ, সমালোচনার ঝড় ওঠে৷  ওলামাদের কাছে বিষয়টি নিয়ে জবাবদিহী করতে হয় বলেও দাবি করেন কেরামউদ্দিন করিম৷

পরে নারী বিষয়্ক ক্রীড়া কমিটি সিদ্ধান্ত নেয়, উজবেকিস্তানে মধ্য এশিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপে যাঁরা খেলতে যাবেন তাঁদেরহিজাব পরেই খেলতে হবে৷

এই মর্মে একটি চুক্তিও সাক্ষর করতে হয় নারী ফুটবলারদের৷

করিম দাবি করেন, জোর করে হিজাব পরতে বলায় নারী ফুটবলাররা এই অভিয়োগ তুলেছেন৷ অন্যদিকে করিমের এই দাবিকে ‘ঘৃণ্য' বলে জানান জাতীয় নারী ফুটবল দলের অধিনাযক শবনম মোবারেজ ও সহ অধিনাযক খালিদা পোপাল৷ তাঁরা দাবি করেন, আফগান ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিরা নিযমিত আমাদের যৌন হ্য়রানি করে আসছে৷ আমাদের অনেকেই যৌ্ন নিগ্রহের শিকার৷

শবনম বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জর্ডানে ট্রেনিং ক্যাম্পে এই ঘটনার সূত্রপাত৷ সেখানে একদিন গভীর রাতে এক কোচের ঘর থেকে নারী ফুটবলার বের হয়ে আসতে দেখা যায়৷ সে সময় তিনি কিছু না বললেও পরে খালিদাকেবিষয়টি জানান৷

যৌন হয়রানির এই অভিযোগ নিয়ে পশ্চিমা গণমাধ্যমের পাশাপাশি আফগান গণমাধ্যমও সরব হযেছে৷ তবে কারিম স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী৷ পাশাপাশি তিনি আফগান অলিম্পিক কমিটিরও প্রধান৷ তাই আদৌ এই অভি‌যোগের কোনো সুরাহা হবে কিনা তা নিয়ে সন্দিহান নারী ফুটবলাররা৷

নাসিম সাবের/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ