রাজনীতিআফগানিস্তান-ভারত এয়ার করিডোর চালু21.06.2017২১ জুন ২০১৭আকাশ পথে আফগানিস্তান-ভারতের মধ্যে প্রথম করিডোর চালু হয়েছে৷ আফগান সরকার বলছে, এই রুটের লক্ষ্য আফগানিস্তানকে রপ্তানিমুখী দেশে পরিণত করা৷ কাবুল-ইসলামাবাদ টানাপোড়েনের মধ্যে পাকিস্তানকে পাশ কাটিয়ে এই রুট করা হয়েছে৷লিংক কপিছবি: Reuters/O.Sobhaniবিজ্ঞাপন