1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান সফরে রবার্ট গেটস, তালেবান তৎপর

৮ মার্চ ২০১০

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস চকিত সফরে এখন আফগানিস্তানে৷ তিনি সেখানে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে কথা বলবেন৷ বৈঠক করার কথা রয়েছে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর সঙ্গে৷

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসছবি: AP

আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো সেনাদের কার্যক্রম, আফগানিস্তানের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং কারজাই সরকারের বিভিন্ন দুর্ণীতি কমানোয় মার্কিন চাপ বিষয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷ এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই সফরের সময়ই নিজেদের শক্তিমত্তার একটি নজির দেখিয়েছে তালেবান জঙ্গিরা৷

গেটস আফগানিস্তানে পৌঁছানের এক ঘন্টার মধ্যে অস্ত্রধারী জঙ্গিরা পাকিস্তান সীমান্ত লাগোয়া আফগান শহর খোস্তে কমান্ডো স্টাইলে হামলা পরিচালনা করেছে এবং বড় ধরণের বোমা বিস্ফোরণ ঘটিয়েছে৷ শহরের কেন্দ্রস্থলে আগুনের ধোয়া দেখা যাচ্ছে৷ অবশ্য আফগান সেনাবাহিনীর এক জেনারেল জানিয়েছেন, দুই তালেবান জঙ্গি আত্মসমর্পন করেছেন৷

আফগানিস্তানের মাটিতে নামার আগে বিমানে বসেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস কথা বলেন সফরসঙ্গী সাংবাদিকদের সঙ্গে৷ সেখানে স্পষ্ট করেই আফগানিস্তানে কর্মরত মার্কিন, ন্যাটো নিয়ন্ত্রিত বহুজাতিক বাহিনী এবং আফগান বাহিনীর চলমান অভিযানের কথা উল্লেখ করে বলেন, আরও কঠিন যুদ্ধ এবং কঠিন সময় রয়েছে এই বাহিনীগুলোর সামনে৷ তিনি জানান, দক্ষিণ আফগানিস্তানে তালেবান গোষ্ঠীগুলোর কাছ থেকে চাপ ক্রমেই বাড়ছে৷ এই অঞ্চলে তালেবান গোষ্ঠীর তৎপরতা থামাতে প্রয়োজন কঠোর-কঠিন অভিযান৷ তিনি বলেন, তবে এতো খারাপ সংবাদের মধ্যেও এক টুকরো সুসংবাদ হচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তানে উচ্চ পদস্থ কয়েকজন তালেবান নেতাকে আটকের ঘটনা৷ তবে এই আটকের ঘটনায় যদি মনে করা হয় আন্তর্জাতিক বাহিনীকে আফগানিস্তান থেকে তুলে নেয়ার সময় এসেছে, তাহলে এই মনে করাটা যে সময়াচিত হবে না, তা আর বলার অপেক্ষা রাখে না৷ তিনি বলেন, ‘আমার মনে হয়, আরও অনেক কাজ করতে হবে৷' তিনি জানান, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি অনুসারে ইতিমধ্যেই সেখানে বাড়তি সেনা পাঠানোর কাজ শুরু হয়েছে৷ ৩০ হাজার বাড়তি সেনার মধ্যে ৬ হাজার সেনা এসে পৌঁছেছে৷ বাকিরা আসবেন আগামী আগস্ট মাসের মধ্যে৷

তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটসের বাড়তি সেনা পাঠানোর এই সংবাদ প্রচারে এক দিন আগে একটি জামার্ন পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থোয়েডর সু গুটেনব্যার্গ কিন্তু অন্য কথা বলেন৷ তিনি বলেন, আফগানিস্তান থেকে জার্মান সেনাবাহিনী প্রত্যাহারের একটি সময়সীমা এখনই ঘোষণা করা উচিত৷ তাঁর কথায়, আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব পর্যায়ক্রমে আফগান বাহিনীরই গ্রহণ করা উচিত৷

প্রতিবেদক : সাগর সরওয়ার

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ