1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান তরুণরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন

২৯ ফেব্রুয়ারি ২০২০

কিশোরী সারা হাবিবের মতো অনেক তরুণ আফগান যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তি নিয়ে আশা-নিরাশার দোলাচালে রয়েছেন৷ এই চুক্তি দেশটির দীর্ঘ ১৮ বছরের যুদ্ধাবস্থার অবসান ঘটাবে, নাকি আফগানিস্তানকে আবারও ফিরিয়ে নেবে তালেবান আমলে৷

Afghanistan Chost | Frauen fordern Rechte in Gesprächen mit Taliban
ছবি: DW/F. Zahir

আফগানিস্তানে শান্তি ফেরাতে এক বছরের বেশি সময় ধরে আলোচনার পর কাতারের দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ চুক্তি সাক্ষর হচ্ছে৷

চুক্তি অনুযায়ী, তালেবান শর্ত মানলে আফগানিস্তান থেকে সব সৈন্য সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র৷

তালেবান রাজনৈতিক দল হিসেবে দেশটির মূল রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পাবে এবং হয়তো আবারও তাদের ক্ষমতার কেন্দ্রে যাওয়ার পথ তৈরি হবে৷

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান৷ ওই সময় তারা দেশে কট্টর শরিয়া আইন জারি করেছিল৷ বিশেষ করে নারীদের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল৷ তাদের শিক্ষা গ্রহণের সুযোগ পর্যন্ত ছিল না৷

খুশিতে নাচছেন আফগানরা

01:14

This browser does not support the video element.

যুক্তরাষ্ট্রের অভিযানে তালেবান ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর অবস্থার পরিবর্তন হয়৷

কাবুলের ১৩ বছরের সারা হাবিব সেখানে একটি মিউজিক অ্যাকাডেমিতে গিটার শেখে৷

চুক্তির পর গিটার শেখা চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন এই কিশোরী, ‘‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত৷ যদি তালেবান বা তাদের মতো কেউ দেশের ক্ষমতায় চলে আসে, তবে আমার শিক্ষা গ্রহণের অধিকার আর থাকবে না৷''

যদিও তালেবান বলছে, তারা তাদের আদর্শে আধুনিকায়ন করেছে৷ ইসলাম নারীদের ব্যবসা, মালিকানা, শিক্ষা গ্রহণ, কাজ করার, স্বামী নির্বাচন করার এবং নিরাপত্তা ও ভালো থাকার অধিকার দিয়েছে৷

কিন্তু দেশটির নারীরা এখনো তাদের উপর আস্থা রাখতে পারছে না৷

পাঁচ বছর আগে হাবিবা ‘ইন্টারন্যাশনাল স্কুল অব কাবুল'-এ লেখাপড়া করতো৷ স্কুলে তার প্রিয় বিষয় ছিল সংগীত৷

নিরাপত্তার কারণে স্কুলটি বন্ধ হয়ে গেলে হাবিবা গিটার বাজানো শেখা শুরু করে৷ তার জীবনে আনন্দ ফিরে আসে৷

হাবিবার অ্যাকাডেমিতে গিটার শেখেন মাহদি ফায়াজি৷ তিনি বলেন, ‘‘প্রতিদিনই আলোচনা চলছে৷ অন্য দেশ আমাদের ভাগ্য নির্ধারণ করছে; কত দিন আমরা এটা সহ্য করবো? এ কারণে আমি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হতাশ৷''

গত ১৮ বছর ধরে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলে আসছে৷ আফগানিস্তানে এখনো ১২ থেকে ১৩ হাজার মার্কিন সৈন্য রয়েছে৷

২৯ তারিখ চুক্তির পর তালেবান ও আফগান সরকারের মধ্যে আগামী ১০ মার্চ আলোচনা শুরু হতে পারে৷

এর আগে গত সেপ্টেম্বরে একবার দুই পক্ষ চুক্তির কাছাকাছি চলে গিয়েছিল৷ কিন্তু সংঘাত চলতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে সরে যান৷

এসএনএল/এসিবি (রয়টার্স)

এক বছর আগের ছবিঘরটি দেখুন:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ