1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোলিওর বিরুদ্ধে যু্দ্ধ

৭ মার্চ ২০১৪

যুদ্ধটা পোলিওর বিরুদ্ধে৷ কারণ বিশ্বের যে দুটো অঞ্চলে পোলিও এখনো তার উপস্থিতি ধরে রেখেছে তার মধ্যে আফগান-পাক সামীন্ত একটি৷ অন্যটি নাইজেরিয়ার উত্তরাঞ্চল৷

ছবি: picture alliance/AA

তবে আফগানিস্তানের চেয়ে পাকিস্তানে পোলিওর আক্রমণটা যেন একটু বেশি৷ কারণ গত বছর পাকিস্তানে ৯৩ জন পোলিওতে আক্রান্ত হয়েছিল৷ আগেরবার যে সংখ্যাটা ছিল ৫৮৷ অর্থাৎ আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ অন্যদিকে আফগানিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো৷ সেখানে সংখ্যাটা পড়তির দিকে৷ গতবছর সে দেশে মাত্র ১৪ জন পোলিওতে আক্রান্ত হয়েছিল৷ ২০১১ সালে যেখানে সংখ্যাটা ছিল ৮০ জন৷

দুই দেশের ক্ষেত্রে এই ব্যবধানের কারণ পোলিও সম্পর্কে দুই দেশের তালেবানের দু'ধরণের উপলব্ধি৷ পাকিস্তানি তালেবান মনে করে পোলিও নির্মূল কর্মসূচি মার্কিনিদের গোয়েন্দা কর্মসূচির একটি অংশ৷ এ ধরণের একটি কর্মসূচির ঘটনা সাজিয়ে মার্কিনিরা ওসামা বিন লাদেনের অবস্থান বের করায় পাকিস্তানি তালেবানের মধ্যে এই ধারণা আরও পোক্ত হয়েছে৷ এছাড়া তালেবান মনে করে পোলিও টিকা হচ্ছে মুসলিম শিশুদের মধ্যে বিষ ঢোকানোর একটা ষড়যন্ত্র, যেটা খেলে শিশুরা অক্ষম হয়ে যায়৷

পাকিস্তানি তালেবানের এমন ধারণার কারণে আফগান-পাকিস্তান সীমান্তের অনেক অংশে পোলিও টিকা কর্মসূচি বন্ধ করতে হয়েছে৷ কর্মসূচির সঙ্গে জড়িতদের লক্ষ্য করে তালেবান বেশ কয়েকবার হামলা চালানোয় এমনটা করা হয়েছে৷ এমন একটি ঘটনায় গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমে একদন পোলিও কর্মীকে লক্ষ্য করে চালানো তালেবান হামলায় ১২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে৷

পাকিস্তানি তালেবান মনে করে পোলিও নির্মূল কর্মসূচি মার্কিনিদের গোয়েন্দা কর্মসূচির একটি অংশছবি: Reuters

শুধু হামলাই নয়, পোলিও টিকার বিরুদ্ধে প্রচার চালাতে বেতারকেও বেছে নিয়েছে পাকিস্তানি তালেবান৷ সম্প্রতি এমনই তিনটি এফএম রেডিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ৷

তালেবানের এমন প্রচারণা যে সব মানুষই বিশ্বাস করছে তা নয়৷ তবে ছোট হলেও একটা অংশ তালেবানের কথা বিশ্বাস করে তাদের সন্তানদের পোলিও টিকা খাওয়া থেকে বিরত রাখছেন৷ ফলে পাকিস্তান থেকে পোলিওকে সমূলে উৎপাটন করা যাচ্ছে না৷

একই অবস্থা আফগানিস্তানের পূর্বাঞ্চলেও৷ সেখানেও পোলিও কর্মসূচি বিরোধী অবস্থান সেখানকার তালেবানের৷ তবে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সাধারণত পোলিও কর্মসূচির পক্ষেই রয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ