1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান বিমান হামলায় কমপক্ষে ৩০ জন শিশু নিহত

৮ মে ২০১৮

বিমান হামলার পর দাবি করা হয়েছিল, অন্তত ৩০ জন তালেবান নিহত হয়েছে৷ কিন্তু এপ্রিলের সেই হামলা সম্পর্কেই জাতিসংঘের প্রতিবেদন বলছে ভিন্ন কথা৷ নিহতদের সবাই বেসামরিক নাগরিক এবং তাদের অধিকাংশই শিশু!

Afghanistan Luftwaffe
ছবি: picture-alliance/dpa/C.-F. Röhrs

গত ২ এপ্রিল আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুজে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ৷ সেখানে বিমান অভিযান চালায় আফগান বাহিনী৷ হামলার পর দাবি করা হয়েছিল, অন্তত ৩০ জন তালেবান নিহত হয়েছে৷ কিন্তু সোমবার এক প্রতিবেদনে জাতিসংঘের সহায়তা সংস্থা ইউএনএএমএ বলেছে,

Afghanistan's civilian toll

01:31

This browser does not support the video element.

আসলে হামলানিহতদের সবাই ছিল বেসামরিক নাগরিক৷ তাদের হিসেবে নিহত হয়েছিলেন অন্তত ৩৬ জন৷ নিহতদের অধিকাংশই শিশু বলেও জানিয়েছে  তারা৷ অন্তত ১০৭ জন আহতও হয়েছিল সেই হামলায়৷

 

রিপোর্টে বলা হয়েছে,  আকাশপথে হামলার সময় মৃত বা আহত সাধারণ নাগরিকদের পরিচয় দিতে ইউএনএএমএ সমর্থ হয়নি৷ জাতিসংঘ বলছে, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক৷ এর বিশদ তদন্ত হওয়া উচিত৷ ইউএনএএমএ বলছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা বলার মতো জায়গায় তারা নেই৷   

পিএস/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ