1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগান মন্ত্রণালয়ের পাশে বিস্ফোরণ-গুলি

২০ এপ্রিল ২০১৯

আফগান রাজধানী কাবুলে অবস্থিত টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ে বন্দুকধারীরা নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷ এ ঘটনায় দুই বন্দুকধারী নিহতের খবরও পাওয়া গেছে৷

ছবি: picture-alliance/AP Photo/R. Gul

কাতারের রাজধানী দোহায় তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা বাতিল হওয়ার পরদিনই এ ঘটনা ঘটলো৷ ১৭ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটিই এ ধরনের প্রথম বৈঠক হতে পারতো৷

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দুপুরে মন্ত্রণালয়ের বাইরে একটি বড় আকারের বিস্ফোরণ হয়৷ এরপরই অজ্ঞাত কিছু বন্দুকধারী মন্ত্রণালয়ের বহুতল ভবনে প্রবেশের চেষ্টা করে৷

বন্দুকধারীদের আটকাতে নিরাপত্তাবাহিনী গুলি ছুঁড়তে শুরুর করলে বেশ কিছুক্ষণ দুই পক্ষের গোলাগুলি চলে৷ গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷ প্রথম বিস্ফোরণটি আত্মঘাতি ছিলো বলেও ধারণা তাঁদের৷

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি৷ তবে অঞ্চলটিতে তালেবান এবং ইসলামিক স্টেটের সক্রিয় উপস্থিতি রয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসারত রাহিমি জানিয়েছেন, হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্য ছিল কেন্দ্রীয় পোস্ট অফিস৷ তবে সেখানে পৌঁছুবার আগেই তাদের প্রতিহত করা সম্ভব হয়েছে৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়াহিদুল্লাহ মায়ার জানিয়েছেন, হামলায় আহত ছয় জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷

এডিকে/এআই (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ